Promise Day: ‘প্রমিস ডে’-তে প্রমিস ঠিকঠাক তো!

দেশ বিনোদন

নিউজ পোল ব্যুরো: প্রেম যদি সত্যিই করে থাকেন, তা স্বীকার করতে লজ্জা কিসের? বরং এদিনটা মন খুলে প্রিয় মানুষকে জানিয়ে দিন, আপনি তাকেই ভালোবাসেন। ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিন হল প্রমিজ ডে (Promise Day), যা ১১ ফেব্রুয়ারি (11th February) প্রতি বছর পালিত হয়। এই দিনটির বিশেষত্ব হল, এটি সম্পর্কের দৃঢ়তা বাড়াতে এবং প্রিয় মানুষকে ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়ার জন্য উদযাপিত হয়। নানা কারণে এই দিনটি পালন করা হয়, যার মধ্যে প্রধান হল সম্পর্কের বিশ্বাস (Trust) এবং বন্ধন (Bonding) মজবুত করা। প্রমিস ডে তে প্রিয় মানুষকে আপনার মনের মানুষকে জানিয়ে দিন, যে কোনো পরিস্থিতিতে আপনি তারই পাশে থাকবেন। আর হাত থাকবে হাতে। তবে দুম করে প্রেমে পড়া যায়। প্রেম টিকিয়ে রাখাই আসল কেরামতি। তাই প্রমিস ডে-তে (Promise Day) মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে, মন খুলে সত্যি কথা বলুন।

আজকাল অনেকেই তাদের সম্পর্ক (Relation) নিয়ে চিন্তিত থাকে এবং কিভাবে সেগুলো আরও দৃঢ় করা যায় তা নিয়ে ভাবেন। এই চিন্তা থেকেই প্রমিস ডের সূচনা হয়েছিল। বিশেষ করে ভ্যালেন্টাইন্স ডের (Valentine’s Day) আগে, এই দিনটিতে প্রিয়জনকে সঙ্গী হিসেবে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। এটি সম্পর্কের সন্দেহ দূর করার এবং একে ওপরের প্রতি আস্থা তৈরী করার একটি ভালো সুযোগ।

প্রমিজ ডে তে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা সমস্যা (Problem) মিটিয়ে নেওয়ার একটি বিশেষ প্রথা রয়েছে। এর মাধ্যমে সঙ্গীকে জীবনের প্রতিটি মুহূর্ত পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়, যা সম্পর্ককে আরও গভীর করে তোলে। এই দিনটি শুধু অন্যের প্রতি নয়, বরং নিজের প্রতি কিছু প্রতিশ্রুতি দেওয়ারও একটি সুযোগ। নিজের প্রতি সদয় হওয়া, আত্মবিশ্বাসী (Self-Confident) হওয়া এবং জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রতিশ্রুতি মেনে চলা প্রয়োজন।

এছাড়া প্রমিস ডের (Promise Day) স্মৃতি স্মরণীয় করে রাখতে আপনি আপনার প্রিয়জনকে একটি উপহার দিতে পারেন। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সম্পর্কের মাঝে সত্যিকারের বিশ্বাস (Trust) এবং শ্রদ্ধা (Respect) বজায় রেখে একে অপরকে ভালোবাসা (Love) এবং প্রতিশ্রুতি (Promise) দেওয়া। যদি আমরা নিজেদের প্রতিশ্রুতিতে সৎ থাকি, তবে শুধু সম্পর্কই নয়, আমাদের আত্মবিশ্বাসও (Confident) বাড়বে, যা জীবনে সফলতার জন্য খুবই প্রয়োজনীয়।

প্রমিস ডে-তে (Promise Day ) নিজের এবং অন্যের প্রতি কিছু ভালো প্রতিশ্রুতি দিন এবং সম্পর্ককে আরও সুন্দর এবং মজবুত করুন। প্রমিস করার কায়দা নিয়ে বেশি ভাববেন না বরং কি প্রমিস (promise) করছেন সেটাকে গুরুত্ব দিন। এমন কোনো প্রমিস করবেন না, যা পরে ভাঙতে হতে পারে।