HDFC Bank: এইচডিএফসি ব্যাঙ্ক সুদের হার বাড়ালো, বাড়তে পারে ঋণের কিস্তি

দেশ

নিউজ পোল ব্যুরো: চলতি মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) রেপো রেট(Repo Rate) কমানোর ঘোষণা করলেও, দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক এইচডিএফসি ব্যাঙ্ক(HDFC Bank) সুদের হার(EMI) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাড়ি ও গাড়ি ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।

এইচডিএফসি ব্যাঙ্ক(HDFC Bank) সম্প্রতি তহবিল-ভিত্তিক ঋণের হারের প্রান্তিক খবরচ (মার্জিনাল কস্ট অফ ফান্ডস-ভেসড লেন্ডিং রেট বা এমসিএলআর)(MCLR) ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এই বৃদ্ধির ফলে রাতারাতি ঋণের সুদের হার ৯.১৫ শতাংশ থেকে বেড়ে ৯.২০ শতাংশে পৌঁছেছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। একই দিনে রিজার্ভ ব্যাংঙ্কের(Reserve Bank) গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট কমানোর ঘোষণা করেছিলেন। এমসিএলআর(MCLR) একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক যা ব্যাংঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ন্যূনতম ঋণের সুদের হার নির্ধারণে ব্যবহৃত হয়। সাধারণত, রেপো রেট(Repo Rate) হ্রাস পেলে এমসিএলআর-ও কমে। তবে এই ক্ষেত্রে এইচডিএফসি কর্তৃপক্ষ কেন বিপরীত সিদ্ধান্ত নিল, তা স্পষ্ট করেনি।

তবে ব্যাঙ্ক জানায়, এই সুদের হার বৃদ্ধি শুধুমাত্র রাতারাতি শ্রেণির ঋণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এক বছর, দুই বছর বা তিন বছরের ঋণের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। যদিও অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এমসিএলআর বৃদ্ধির ফলে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও মাসিক কিস্তির পরিমাণ বাড়তে পারে।প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংক পাঁচ বছর পর রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৫ বেসিস পয়েন্ট হ্রাসের ফলে রেপো রেট(Repo Rate) ৬.৫০ শতাংশ থেকে ৬.২৫ শতাংশে নেমে এসেছে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, রেপো রেট কমানোর ফলে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলো স্থায়ী আমানতের সুদের হার কমাতে পারে।