নিউজ পোল স্পোর্টস ব্যুরো: বর্ডার গাভাস্কার ট্রফিতে (BGT) লজ্জার হারের পর যে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) তাতে যেন একটুকরো দমকা বাতাস বয়ে নিয়ে এল ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ (India vs England)। ঠিক যেমন পাতাঝড়ার মরশুম শেষে প্রকৃতির বুকে সজীবতা ফিরিয়ে নিয়ে আসছে বসন্ত। সিরিজ আগেই হাতের মুঠোয় করেছিলেন রোহিত বাহিনী। এবার একদিনের সিরিজে (ODI Series) বাটলারদের হোয়াইটওয়াশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আগে খানিক রিল্যাক্সড গুরু গম্ভীর থেকে ক্রিকেটাররা সকলেই। উপরি পাওনা রো-কো জুটির রানে ফেরা।
আরও পড়ুন: Champions Trophy 2025 -এর আগে অস্ট্রেলিয়া যেন মিনি হাসপাতাল
কুড়ি ওভারের সিরিজ (India vs England) আগেই জিতে নিয়েছিল মেন ইন ব্লুজরা (৪-১)। আইসিসির মার্কি টুর্নামেন্টে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে। চিন্তা ছিল ব্যাটিংয়ের দুই প্রধান স্তম্ভ রোহিত (Rohit Sharma), কোহলির (Virat Kohli) ফর্ম। খুঁজে নিতে হত সঠিক প্রথম একাদশ। বলা যেতে পারে ফাইনালের আগে টেস্ট পরীক্ষা। আর সেই টেস্টের প্রথম দুই ম্যাচেই দাপটের সঙ্গে জয় পায় ভারত। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ছিল সিরিজের শেষ ম্যাচ। সেই নমো স্টেডিয়াম! যেখানে হৃদয়ভঙ্গের স্মৃতি এখনও অমলিন ভারতীয় ক্রিকেট ভক্তদের কাছে। তবে এবার আর খালি হাতে না, বুধবার রানের পাহাড়ে ব্রিটিশদের রীতিমত দুরমুশ করে মাঠ ছাড়লেন রোহিতরা।
মহানদীর তীরে দেশের অগণিত ক্রিকেটভক্তদের আশ্বস্ত করে রানে ফিরেছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তবে এদিন মাত্র এক রানেই ডাগআউটে ফেরেন তিনি। হাল ধরেন সহ-অধিনায়ক গিল (Shubman Gill) এবং বিরাট কোহলি (Virat Kohli)। চলতি সিরিজে (India vs England) স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন গিল। প্রথম দুই ম্যাচে ৮৭ ও ৬০ -এর পর এদিন সেঞ্চুরি (১১২) হাঁকালেন তিনি। সঙ্গে গড়লেন বেশকিছু নজিরও। ওয়ানডে ক্রিকেটে (ODI) বিশ্বের দ্রুততম (৫০ টি ম্যাচ) ব্যাটার হিসেবে ছুঁলেন ২৫০০ রানের রেকর্ড। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০ তম ম্যাচে শতরান করলেন তিনি। এছাড়াও বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে একই মাঠে তিন ধরণের ক্রিকেটে শতরান গড়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তিন ম্যাচে ২৫৯ রান করার সুবাদে ৭৮১ পয়েন্ট নিয়ে একদিনের ক্রিকেটে আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় (ICC ODI Ranking) দ্বিতীয় স্থানে উঠে এসেছেন শুভমন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/12Eesq8Mdt6/
রানে ফিরলেন কিং কোহলিও (King Kohli)। আদিল রশিদের বলে ফিল সল্টের (Phil Salt) মুষ্ঠিবদ্ধ হওয়ার আগে করে গেলেন অর্ধ-শতরান (৫২)। তবে যেভাবে সেই একই ভঙ্গিতে আউট হলেন তাতে তিনি রানে ফিরলেও পুরনো রোগ চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্ট থেকে ভক্তদের। রানে ফিরেছেন কে এল রাহুলও (KL Rahul ৪০)। শ্রেয়স আইয়ারও (Shreyas Iyer) ৬৪ বলে ৭৮ রানের একি মূল্যবান ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করে ভারত তোলে ৩৫৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ছয় ওভারে ৬০ রান তুলে ভাল শুরু করেছিলেন ডাকেট-সল্ট জুটি। কিন্তু মাঝে রুট-ব্যান্টন জুটি খানিক প্রতিরোধ গড়ে তুললেও পর্যায়ক্রমে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড এবং ১৪২ রানে জয় তুলে নেয় গুরু গম্ভীরের ছেলেরা। দুটি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ড্য। চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) অভিযানে নামার আগে যা অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে টিম ইন্ডিয়ার (Team India)।
সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৩৫৬/১০ (৫০)ইংল্যান্ড: ২১৪/১০ (৩৪.২)