Horoscope: মাঘী পূর্ণিমা নিয়ে এল সুবর্ণ সুযোগ, ভাগ্য তুঙ্গে ৫ রাশির

রাশিফল

নিউজ পোল ব্যুরো: বুধবার মাঘী পূর্ণিমার দিনে চাঁদ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে। এদিকে ১৪৪ পর ফের মহাকুম্ভ চলছে। ফলে সৃষ্টি হয়েছে এক বিরল যোগ। যার ফলে ৫ রাশির জাতকদের সৌভাগ্য উপচে পড়তে চলেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই রাশিগুলির রাশিফল (Horoscope)।

আরও পড়ুন: Maghi Purnima: বুদ্ধ পরিনির্বাণ ঘোষণা করেছিলেন, হিন্দুদের কাছে কেন তাৎপর্যপূর্ণ এই তিথি?

মিথুন রাশি: এই রাশির জাতকদের জন্য দুর্দান্ত একটি দিন যাবে। বিনিয়োগের ক্ষেত্রে ভাল ফল পাওয়া যাবে। চাকরি জীবনেও ভাল খবর পেতে পারেন।

সিংহ রাশি: এদিন সিংহ রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসতে পারে। কোনও আইনি মামলায় জয়ের সম্ভাবনা রয়েছে। আপনার প্রতিভা বিকশিত হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।

কন্যা রাশি: কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সময় আসন্ন। পদোন্নতি হতে পারে। পারিবারিক জীবনে আনন্দ লাভ হবে। প্রেমে সুখ আসবে। সব মিলিয়ে এই রাশির রাশিফল (Horoscope) চমৎকার।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

মকর রাশি: ব্যবসার জন্য দারুণ একটি দিন। মুনাফা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের অপেক্ষা শেষ হয়ে বিয়ের দিকে কয়েক কদম এগিয়ে যেতে পারেন। চাকরি বদলের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি: আজ আপনার মনের সমস্ত আশা পূরণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য বড় সাফল্য অপেক্ষা করে আছে। প্রেমের জন্যও আদর্শ একটি দিন।