Maghi Purnima: বুদ্ধ পরিনির্বাণ ঘোষণা করেছিলেন, হিন্দুদের কাছে কেন তাৎপর্যপূর্ণ এই তিথি?

অফবিট

নিউজ পোল ব্যুরো: মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয়, মাঘী পূর্ণিমা (Maghi Purnima)। হিন্দু এবং সেইসঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন? কিন্তু জানেন কি, এই দিনের তাৎপর্য কী? হিন্দু ধর্মাবলম্বীরা এই নদীতে গঙ্গাস্নান অত্যন্ত শুভ মনে করেন। তার কারণই বা কী?

আরও পড়ুন: Mahakumbh : মাঘী পূর্ণিমায় ভক্তদের ঢল, নিরাপত্তার চাদরে মোড়া মহাকুম্ভ

মঘানক্ষত্রাযুক্ত মাঘ মাসের পূর্ণিমায় চন্দ্র, বৃহস্পতি এবং শনি তিনটি গ্রহই অশ্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে। হিন্দু এবং বৌদ্ধ, দুই সম্প্রদায়ের মানুষের কাছে এই পবিত্র তিথিটির আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ (Gautam Buddha) এই দিনে নিজের মহাপরিনির্বাণের ঘোষণা করেছিলেন। অন্যদিকে হিন্দু শাস্ত্র মতে, এই দিনে দেবতারা স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন। এছাড়া শ্রীহরি অর্থাৎ ভগবান বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন বলে মনে করা হয়।

নিউজ পোল ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই কারণেই মাঘী পূর্ণিমার (Maghi Purnima) দিনে পুণ্যলাভের আশায় গঙ্গায় ডুব দেন অগুনতি মানুষ। ধারণা করা হয়, এই পবিত্র তিথিতে গঙ্গাস্নান করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে সৌভাগ্য প্রদান করেন। উল্লেখ্য, এবারের মাঘী পূর্ণিমার সময় মহাকুম্ভ (Mahakumbh) চলায় তিথিটির ধর্মীয় তথা পৌরাণিক গুরুত্ব আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। এদিন প্রয়াগরাজে গঙ্গা-যমুনার সঙ্গমে মানুষের ঢল নেমেছে দেখার মত।

আরও পড়ুন: জানেন হরিদাস পাল আসলে কে? রইলো বিস্তারিত পরিচিতি

এছাড়া মাঘী পূর্ণিমা (Maghi Purnima) নিয়ে আরও একটি কিংবদন্তি চালু রয়েছে। শোনা যায়, কান্তিকা নগরীতে ধনেশ্বর নামক এক অত্যন্ত গরীব ব্রাহ্মণ বাস করতেন। একবার তিনি একজন ধনীর বাড়িতে ভিক্ষা করতে গেলে নিঃসন্তান বলে তাঁকে ভিক্ষা দেওয়া হয়নি। এতে অত্যন্ত দুঃখ পেয়ে ধনেশ্বর বাড়ি ফিরে স্ত্রীকে সবটা খুলে বলেন এবং কাঁদতে থাকেন। তখনই হঠাৎ জনৈক ব্যক্তি উপস্থিত হয়ে বলেন, তোমরা দেবী কালী আর চন্দ্রিকা দেবীর পুজো করো, তাহলেই তোমরা সন্তান লাভ করবে। এই কথা শুনে ব্রাহ্মণ দম্পতি মাঘী পূর্ণিমার দিনে দেবীর পুজো করলে তাঁদের সন্তান লাভ হয়।