Abhishek Banerjee: ফেসবুকের সঙ্গে তৃনমূলের সংঘর্ষ! অভিষেকের পেজে রহস্যজনক পরিবর্তন

কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: সাইবার বিভ্রাট (Cyber Disruption) নাকি অন্য কোনো কারণ? তথ্য বিকৃতির অভিযোগে সোশাল মিডিয়ার (Social Media) প্ল্যাটফর্মের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ফেসবুক কর্তৃপক্ষ মেটাকে (Facebook meta) তাঁর আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) একটি নোটিস পাঠিয়েছেন যা বুধবার পাঠানো হয়। সেই নোটিসের পরিপ্রেক্ষিতে সম্ভবত বৃহস্পতিবার আবার অভিষেকের অফিসিয়াল ফেসবুক পেজে আগের মত তথ্য ফিরে এসেছে।

ঘটনাটি কি? অভিষেকের ফেসবুক পেজে (Facebook page) তাঁর পরিচয়ে লেখা ছিল- সাংসদ, জাতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তবে দুদিন আগে দেখা যায়, তাঁর বায়ো (Bio) থেকে দলের নামটি সরিয়ে শুধু সাংসদ এবং সাধারণ সম্পাদক লিখে দেওয়া হয়েছে। এই পরিবর্তন নিয়ে দলের অন্দরে জল্পনা শুরু হয়। এই পরিবর্তন নিয়ে দলের অন্দরে জল্পনা শুরু হয়। প্রশ্ন ওঠে, সাংসদ নিজে কি এই পরিবর্তন করেছেন নাকি এটি শুধুই সাইবার বিভ্রাট? এই নিয়ে তুঙ্গে জল্পনা।

ঘটনাটি নজরে আসার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি পদক্ষেপ নেন। তাঁর আইনজীবী মারফত ফেসবুকের মূল সংস্থা মেটাকে নোটিস পাঠানো হয়, যেখানে অভিযোগ করা হয় যে, অভিষেকের ফেসবুক পেজের তথ্য অবাঞ্ছিতভাবে বদলানো হয়েছে এবং কেউ বা করা অনুমতি ছাড়াই বদলেছে। অভিযোগ, ফেসবুক কর্তৃপক্ষ (Facebook authorities) অভিষেকের অফিসিয়াল পেজটি সম্পাদনা করার অনুমতি অবাঞ্ছিত ব্যক্তিকে দিয়েছে, যার ফলে এই পরিবর্তন ঘটে।

বুধবার মেটাকে (Meta) নোটিস পাঠানোর পর বৃহস্পতিবার ফেসবুক পেজে (Facebook Page) আগের তথ্য ফিরে আসে- লোকসভার সাংসদ, জাতীয় সাধারণ সম্পাদক,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।