Alcohol Price Hike: রাজ্যে অ্যালকোহলের দামে ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত, বিপাকে ভোক্তা ও ব্যবসায়ীরা

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০২৫ সালের এপ্রিল থেকে রাজ্যে অ্যালকোহলের দামে(Alcohol Price Hike) ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। এটি হোটেল, বার ও রেস্তোরাঁ মালিকদের উপর অতিরিক্ত আর্থিক চাপের সৃষ্টি করবে, পাশাপাশি সাধারণ ভোক্তাদের বাজেটেও (consumer budget) প্রভাব ফেলবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বৃদ্ধির পর, বার ও হোটেল ব্যবসায়ীদের আংশিক বছরের লাইসেন্স পুনর্নবীকরণের (license renewal) জন্য ৮.২৬ লক্ষ টাকা দিতে হবে। যদিও নিয়ম অনুযায়ী, প্রতি বছর ১০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ছিল, যার ফলে ফি হওয়ার কথা ছিল ৮২,৬৫২ টাকা। তবে এবার ১৫ শতাংশ বৃদ্ধির(annual increment) প্রস্তাবের কারণে তাদের দিতে হবে ১,২৩,৯৭৮ টাকা। এর ফলে ব্যবসায়ীদের ৪১,৩২৬ টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। অ্যালকোহলের দাম বৃদ্ধি (price increase) গ্রাহকদেরও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। বর্তমানে ২৬০ টাকায় যে হুইস্কি পাওয়া যায়, তা বেড়ে ২৮০ থেকে ২৮৫ টাকায় পৌঁছাবে। দিওয়ালির(Diwali) সময়ও মদের দাম একবার বৃদ্ধি পেয়েছিল এবং রেড ওয়াইন(Red Wine) ও পোর্ট ওয়াইনের(Port Wine) দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছিল। এখন এপ্রিল থেকে আবার সব ধরনের অ্যালকোহলের দাম বাড়ানো হবে।

অ্যালকোহল শুধুমাত্র অর্থনৈতিক দিক (economic impact) থেকে নয়, স্বাস্থ্যগত(Health Risk) দিক থেকেও ঝুঁকিপূর্ণ। বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে অ্যালকোহলের অতিরিক্ত সেবন ক্যান্সারের ঝুঁকি(Cancer Risk) বাড়ায় এবং শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই কারণেই বহু গ্রামে মদ নিষিদ্ধ করা হয়েছে। সরকার অ্যালকোহলের উপর নিয়ন্ত্রণ আনতে এবং এর ব্যবহার কমাতে দামের বৃদ্ধির পথ বেছে নিয়েছে। তবে এই সিদ্ধান্ত গ্রাহক(Customers) এবং ব্যবসায়ী(Business Owners) উভয়ের উপরই এক বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।