Newtown Incident: নিউটাউনে নাবালিকা হত্যার ঘটনার তদন্তে এবার সিসিটিভি ক্যামেরা

অপরাধ কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় নিউটাউন থানা এলাকার নিরাপত্তায় জোর। নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা।নিউটাউন থানার পক্ষ থেকে আপাতত এই ক্যামেরাগুলো বসানো হচ্ছে। এনকেডিএ পক্ষ থেকেও বসানো হবে ক্যামেরা এমনটাই পুলিশ সূত্রে খবর।গত ১০ তারিখ এনকেডিএ আধিকারিকরা ও নিউটাউন থানার পুলিশ নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করেন এর পাশাপাশি একটি বৈঠক করেন বলে পুলিশ সূত্রে খবর। যে বৈঠকে সিদ্ধান্ত হয় কোথায় কোথায় নতুন করে ক্যামেরা লাগাতে হবে কোথায় কোথায় লাইট লাগাতে হবে। সেই সব জায়গায় একদিকে যেমন নিউটাউন থানার পক্ষ থেকে ক্যামেরা লাগানো হচ্ছে ঠিক তেমনি এন কে ডি এর পক্ষ থেকেও ক্যামেরা লাগানো হবে।

মূলত বলা যেতে পারে যে ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে নিউটাউন থানা এলাকার বিভিন্ন জায়গা। এছাড়াও যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের লাইট ঠিক করা হয়েছে। যদিও ওরকম একাধিক খালপাড়ের রাস্তা রয়েছে যেখান দিয়ে মানুষ যাতায়াত করে সেই রাস্তাগুলোর লাইট বেহাল দশা রাস্তার পাশে রয়েছে জঙ্গল যেগুলো কোনরকম ফেনসিং ছাড়াই রয়েছে। গাছ আবর্জনার কারণে কোথাও বন্ধ হয়েছে রাস্তা।নতুন করে কোথায় ক্যামেরা বসলো……..নিউটাউন লোহাপুল এলাকায় ৪ টি ক্যামেরা, ব্রিজের নিচে লাইট লাগানো হয়েছে। মৃধা মার্কেট ব্রিজ ৪ টি ক্যামেরা গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ ৩ টি ক্যামেরা।যাত্রাগাছি আর আর সাইট ৫ টি ক্যামেরা। মিশন বাজার ৩ টি ক্যামরা।জ্যোতি নগর ১ টি ক্যামেরা।আরো কোথায় কোথায় বসানো হবে সিসিটিভি ক্যামেরা…..যাত্রাগাছি মোড়, গৌরাঙ্গ নগর নতুন ব্রিজ, তারুলিয়া ঝিলপাড়