নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) আগে চোট-আঘাতের সমস্যায় ভুগছে প্রায় প্রতিটা দলই। ব্যতিক্রম নয় ভারতও (Team India)। আশঙ্কা ছিল আগে থেকেই। আর সেই আশঙ্কা সত্যি করেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার (Rohit Sharma) দল পাচ্ছেনা যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। মঙ্গলবার রাতেই যা জানিয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)। পরিবর্ত হিসেবে দলে এসেছেন কেকেআরের (KKR) তরুণ পেসার হর্ষিত রানা (Harshit Rana)। আর যার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে। আসলে বুমরাহর (Jasprit Bumrah) স্ক্যান রিপোর্টে দেখা যাচ্ছে কোন সমস্যা নেই। রিহ্যাবেও ঠিকঠাকভাবে সফল হয়েছেন তিনি। এখানেই প্রশ্নের সূত্রপাত।
সবকিছু ঠিকঠাক থাকলে কেন বাদ দেওয়া হল বুমরাহকে (Jasprit Bumrah)? মঙ্গলবার রাতের পর এই প্রশ্নে সরগরম ভারতীয় ক্রিকেট মহল। নিন্দুকেরা বলছেন পক্ষপাতিত্ব চালাচ্ছেন কোচ গম্ভীর (Gautam Gambhir)। কেকেআর লবি চলছে ভারতীয় ক্রিকেটে। কিন্তু সত্যিই কি তাই? শুধুমাত্র হর্ষিত রানাকে জায়গা করে দিতেই সবদিক খতিয়ে না দেখে বাদ বুমরাহ (Jasprit Bumrah)? বেশ কিছু তথ্য সামনে এসেছে। যা দেখে মনে হচ্ছে ‘বুম বুম’ -কে নিয়ে কোন ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।
এই মুহূর্তে ইংল্যান্ডের (England) সঙ্গে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলতে আহমেদাবাদে রয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। মঙ্গলবার সেখানেই বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে আলোচনায় বসেছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar), হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সেখানে দুটো ভিন্ন মেডিক্যাল রিপোর্ট নিয়ে দোটানায় পড়ে থিঙ্ক ট্যাঙ্ক। ভারতীয় স্পিডস্টারের ব্যক্তিগত অর্থোপেডিক সার্জেন নিউজিল্যান্ডের ডাঃ রোয়ান স্কাউটেন (Dr Rowan Schouten) বলেন বুমরাহ (Jasprit Bumrah) ওয়ার্কলোড নেওয়ার জন্য তৈরি। অন্যদিকে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে নিশ্চিত হতে পারেনি।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বুমরাহর (Jasprit Bumrah) পিঠের যে স্ক্যান রিপোর্ট (Scan Report) পেশ করেছে তাতে সবকিছু ঠিকঠাক আছে উল্লেখ করেছে। কিন্তু তারাই আবার সন্দিহান স্ক্যান রিপোর্টের কিছু জায়গায় ‘হটস্পট’ ঘিরে। এই ‘হটস্পট’ বোঝাই যে এখনও বেশকিছু পেশি সেরে ওঠেনি পুরোপুরি। সেই কারণে বুমরাহর (Jasprit Bumrah) খেলার ব্যাপারে পুরোপুরি গ্রিণ সিগন্যাল দিতে পারেনি তারা। বিসিসিআইয়ের একটি সূত্রের খবর অনুযায়ী, “বুমরাহর পিঠে এই ‘হটস্পট’ নতুন কিছু না। এই নিয়েই তিনি ম্যাচ খেলেছেন। কিন্তু সবথেকে বড় বিষয় তিনি নিজে কতটা তৈরি মাঠে নামার জন্য। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, অনেক ক্রিকেট বাকি আছে এখনও।“ আলোচনার এক পর্যায়ে এও ঠিক করা হয় যে ভারতীয় পেসবিভাগের সবচেয়ে সেরা অস্ত্রকে দুবাই নিয়ে যাওয়া হবে। সঙ্গে দুজন ফিজিও থাকবেন তাঁর রিহ্যাবের (Rehab) জন্য। কিন্তু শেষমেশ এই সম্ভাবনা বাদ দেওয়া হয় এবং ‘ইয়র্কার কিং’ -কে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে নামার সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট (Indian Team Management)।