New Town: তৃণমূল নেতার ছেলের দাদাগিরি, চাঞ্চল্য নিউটাউনে

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: নিউটাউনের রাস্তায় হকি স্টিক দিয়ে এক ডেলিভারি বয়কে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ক্যানিং বিধানসভার বিধায়ক তথা তৃণমূল (TMC) নেতা শওকত মোল্লার (Saokat Molla) ছেলের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় নিউটাউনে (New Town)। বুধবার সন্ধ্যায় ডেলিভারি বয় তার কাজ শেষ করে নিউটাউন বালিগাড়ি ভাঙ্গার মোড়ের দিকে যাচ্ছিল। সেই সময় একটি চারচাকা গাড়ি এসে তার বাইকের সামনে দাঁড়িয়ে যায়। যার ফলে ডেলিভারি বয় (Delivery Boy) বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কোন রকমে পড়ে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করে, গাড়ির চালকের বেপরোয়া গতি নিয়ে প্রতিবাদ করতে গেলে গাড়ি চালক ডেলিভারি বয়ের (Delivery Boy) ওপর আক্রমণ করে বলে অভিযোগ।

এমন সময় গাড়ি থেকে বেরিয়ে আসেন শওকত মোল্লার (Saokat Molla) ছেলে এবং তার সহযোগীরা। তারা একযোগে ডেলিভারি বয়কে হকি স্টিক দিয়ে আক্রমণ করে। মারধোরের এই ঘটনাটি প্রকাশ্যে আসে, যা সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয় এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

ঘটনায় এলাকাবাসী এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনের কাছে একটাই দাবি, তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুত ও ন্যায় সঙ্গত ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর।