Devleena Kumar: ভ্যালেন্টাইন্স ডে-র আগের দিন আবারও কি বিয়ে করলেন অভিনেত্রী দেবলীনা কুমার?

বিনোদন

নিউজ পোল ব্যুরো: টলিপাড়ার(Tollywood) জনপ্রিয় মুখ দেবলীনা কুমার(Devleena Kumar) সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে(Instagram) এবং ফেসবুকে(Facebook) এমন একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছেন। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে দেখা গিয়েছে, দেবলীনার পরনে লাল বেনারসি শাড়ি, মাথায় টোপর, লাল চেলির ওড়না, আর গা ভর্তি সোনালি গয়না। হাতে লাল আলতার রঙ যেন পুরো সাজটিকে সম্পূর্ণতা দিয়েছে। আর এই জমকালো সাজের পাশে দাঁড়িয়ে আছেন মনোজ মুরলি নায়ার(Manoj Murali Nair)। তাঁর পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি। হাসিমুখে দুজনকে দেখে অনেকেই ভাবতে শুরু করেন, দেবলীনা(Devleena Kumar) কি গৌরব চক্রবর্তীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ(Marriage Break) করে মনোজের সঙ্গে নতুন জীবনের পথে পা বাড়ালেন?

অভিনেত্রীর ক্যাপশন যেন সেই ভুল বোঝাবুঝিতে আরো দ্বিগুন বাড়িয়ে তুলল। তিনি লিখেছেন, “বিবাহ সম্পন্ন হল, আপনাদের আশীর্বাদ একান্ত কাম্য।” স্বাভাবিকভাবেই দেবলীনার(Devleena Kumar) অনুরাগীরা বিস্মিত হয়ে পড়েন। কেউ মন্তব্য করেছেন, “গৌরবকে(Gourab Chakraborty) ডিভোর্স? দারুণ।” আবার কেউ লিখলেন, “মানে? নিমন্ত্রণ পেলাম না?” আর একজন তো রীতিমতো আক্ষেপ করে লিখলেন, “এটা তোমার থেকে আশা করিনি দাদা!” কিন্তু চমকের এখানেই শেষ নয়। পোস্টের পরবর্তী লাইনেই রহস্যের পর্দা ফাঁস করলেন দেবলীনা(Devleena Kumar)। তিনি লিখেছেন, “রইল আমোদিনীর(Amodini) ইউটিউব চ্যানেলে(Youtube Channel)।” আসলে এই ছবিগুলি তাঁদের নতুন মিউজিক ভিডিয়োর দৃশ্য, যার নাম ভালোবেসে সখী। মনোজ মুরলি নায়ার(Manoj Murali Nair) এবং দেবলীনা কুমারের যৌথ প্রযোজনায় এই মিউজিক ভিডিয়োটি সম্প্রতি মুক্তি পেয়েছে।

গানের লাইন “ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে” যেন পুরো ভিডিয়ো জুড়ে আবেগের ঢেউ তুলে দেয়। এই গানের মাধ্যমে তাঁরা এক স্নিগ্ধ প্রেমের গল্প তুলে ধরেছেন, যেখানে নিভৃতে ভালোবাসার অমল মাধুর্য স্পষ্ট হয়ে ওঠে। দেবলীনা(Devleena Kumar) ও মনোজের(Manoj Murali Nair) পর্দার রসায়ন এমনই, যা দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। যদিও এই ভিডিয়োর জন্য তাঁরা বিয়ের সাজে সেজেছেন, বাস্তব জীবনে দেবলীনা(Devleena Kumar) ও গৌরব চক্রবর্তীর(Gourab Chakraborty) সম্পর্ক একেবারেই সুদৃঢ়। তাঁদের মধ্যে কোনও ফাটল ধরেনি, বরং ভালোবাসার বাঁধন আগের মতোই অটুট। দেবলীনার এই মিউজিক ভিডিয়ো শুধুমাত্র এক শিল্পের প্রয়াস। এই ভিডিয়োটি মুক্তির পর থেকেই টলিপাড়ায়(Tollywood) সাড়া পড়ে গেছে। দেবলীনার(Devleena Kumar) অনুরাগীরা ইতিমধ্যেই ভিডিয়োটি ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। তাই যদি আপনি প্রেমের গল্প আর সুন্দর সুরের সমন্বয় ভালোবাসেন, তবে ভালোবেসে সখী দেখতেই হবে!