Sealdah Fire News: শিয়ালদহ স্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফলের বাজারে ছড়াল আতঙ্ক

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: শহর কলকাতার প্রাণকেন্দ্র শিয়ালদহ স্টেশনের কাছে ফের আগুন লাগার(Fire in Kolkata) ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন যে ফলের বাজারটি রয়েছে, সেখানেই প্রথমবার আগুনের লেলিহান শিখা(Fire in Kolkata) চোখে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বাজারের এক চায়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকান ও এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন(Fire Brigade)। কিন্তু ঘটনাস্থলটি অত্যন্ত ঘিঞ্জি(conjested) ও সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় দমকলকর্মীদের(Fire Brigade) আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমে শিয়ালদহ ব্রিজের ওপরেই দমকলের ইঞ্জিনগুলিকে(Fire Brigade) দাঁড়িয়ে পড়তে দেখা যায়। পরবর্তীতে বড় পাইপের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে মুচিপাড়া থানার(Muchipara Police Station) পুলিশ ও রেল পুলিশ। তাঁরা এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হন। পুলিশ ও দমকলকর্মীদের(Fire Brigade) তৎপরতার ফলে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়। আগুন লাগা এলাকাটি মূলত হোটেল, চায়ের দোকান ও অন্যান্য ছোটখাটো দোকানপাটে পূর্ণ থাকায়, আগুনের ভয়াবহতা(Fire in Kolkata) আরও বাড়ার আশঙ্কা ছিল। যদিও এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও দোকানপাটের প্রচুর ক্ষয়ক্ষতির(Damage or Loss) আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, আগুন প্রথমে চায়ের দোকানে লাগে এবং সেখান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকান ও বাজারে।

এলাকায় এই অগ্নিকাণ্ডের(Fire in Kolkata) কারণে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক শর্ট সার্কিট(Short Circuit) থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দমকল বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।এদিকে, দোকানদার ও ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির(Damage or Loss) হিসাব করতে ব্যস্ত। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পরেই প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে দমকল বিভাগ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, দমকলের আরও দ্রুত প্রতিক্রিয়া জানালে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো যেত।