নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ২২ গজে ভারত-পাকিস্তান (IND Vs PAK) দ্বৈরথ বরাবরই খেলা ছাপিয়ে এক মহারণ। ভারতীয় ক্রিকেটাররা যেমন পাকিস্তানকে হারাতে সদা মরিয়া, তেমনিই পাকিস্তানও সর্বদা চায় চিরপ্রতিদ্বন্দ্বীদের পর্যদুস্ত করতে। যদিও ইদানিংকালে পাকিস্তানের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে ২০১৭ সালে ভারতের ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ। এবার তিনি বাতলে দিলেন ভারতকে হারানোর রেসিপি।
আরও পড়ুন: Jasprit Bumrah ছিটকে গেলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে ত্রাতা হবেন ভারতের?
ইদানিংকালে বড় মঞ্চে ভারতের বিরুদ্ধে চিরশত্রুদের জয় বলতে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল এবং ২০২১ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। এর মধ্যে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের নেতা ছিলেন উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদ। তিনিই প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র পাকিস্তান অধিনায়ক যিনি কোনও বিশ্ব পর্যায়ের টুর্নামেন্টের নক আউট ম্যাচে টিম ইন্ডিয়াকে হারিয়েছেন। এবারে ভারতের বিরুদ্ধে জয়ের রেসিপি সামনে আনলেন তিনি।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত একটি কলামে সরফরাজ লিখেছেন, “ভারত-পাক ম্যাচ (IND Vs PAK) একটা স্পেশাল ইভেন্ট। এই ম্যাচকে ঘিরে মানুষের উত্তেজনা এবং ক্রিকেটারদের ওপর চাপ সবসময়ই বেশি। তবে একজন প্লেয়ার হিসেবে তোমাকে শান্ত থাকতে হবে। অস্ট্রেলিয়া বা অন্য যেকোনো দলের বিরুদ্ধে যে মানসিকতা নিয়ে খেলতে হয়, সেভাবেই খেলে যেতে হবে।” এর পাশাপাশি সরফরাজ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভাল ফল নিয়েও আশাবাদী। লেখেন, “আমি মনে করি বেশ শক্তিশালী দল হয়েছে। তাই খেতাব রক্ষা করার বিষয়ে আমি আশাবাদী।”