Kabir Suman: কবীর সুমনের প্রেমময় ভ্যালেন্টাইন্স পোস্ট, কে এই সৌমী বসু মল্লিক?

বিনোদন

নিউজ পোল ব্যুরো: ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) প্রেমের আবেগে ভাসছে কবীর সুমন (Kabir Suman)। প্রেমের এই বিশেষ দিনে নিজের ভালবাসার (Lover) মানুষকে সঙ্গে নিয়ে আদুরে ছবি শেয়ার (Share) করে একেবারে অকপটভাবে স্বীকার করলেন যে, আবারও তাঁর হৃদয়ে বসন্তের হাওয়া বইছে। হ্যাঁ কবীর সুমন (Kabir Suman) আবারও প্রেমে পড়েছেন। তিনি সম্প্রতি এক সোশাল মিডিয়া (Social media) পোস্টে একটি ছবি শেয়ার (Share) করেছেন, যেখানে তিনি তাঁর প্রিয়তমার কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন এবং প্রেমিকার দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছেন।

এই ছবির মাধ্যমে সত্তরোর্ধ্ব এই শিল্পী নিজের জীবনের নতুন অনুপ্রেরণার কথা শেয়ার করেছেন,যা দেখে তাঁর অনুরাগীরা বিশেষভাবে উৎসাহিত (Inspiration) হয়েছেন। সুমনের পোস্টের কমেন্ট সেকশনে ভেসে আসছে শুভেচ্ছার ঢল। সেখানেই জানা যায়, তার প্রেমিকার নাম সৌমি বসু মল্লিক (Soumi Basu Mallick), তিনি হাওড়ার বাসিন্দা। সুমন ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ভ্যালেন্টাইন,২০২৫ (Valentine 2025)।’

মুহূর্তেই এই পোস্ট ভাইরাল (Viral) হয়ে যায়, আর অনুরাগীরা প্রেমদিবসের (Valentine’s Day) শুভেচ্ছা জানাতে ভুল করেননি। সুমন বারবার বলেছেন যে, বয়স (age) তার কাছে কেবলই একটি সংখ্যা।এক সাক্ষাতকারে তিনি নিজেই বলেছিলেন, পঁচাত্তরেও বিছানায় আগের মত সক্ষম। এরপর থেকেই এই বিষয়টি নিয়ে অনেকেই আলোচনা করেছেন। তার পঞ্চম বিয়ের পরবর্তী জীবনে একাধিক সম্পর্ক (relation) ছিল, তবে সাবিনা ইয়াসমিনের (Sabina Yasmin) সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ২ দশক ধরে আলাদা হয়ে গিয়েছে।