নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ি (Siliguri)-নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে কলকাতা গামী একটি নতুন রাত্রিকালীন ট্রেন (Train) পরিষেবা চালু করার প্রস্তাব দিয়েছে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তাঁর আবেদনকে গুরুত্ব দিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnaw) দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। রেলমন্ত্রী জানিয়েছেন, এই পরিষেবা চালু করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে এবং এটি বাস্তবায়ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: Calcutta High Court: ভাগবতের সভায় নূন্যতম শব্দে মাইক বাজানোর অনুমতি! আদালতে আরএসএস
বর্তমানে রাতের বেলা উত্তরবঙ্গ (North Bengal) থেকে কলকাতা (Kolkata) যাওয়ার কোন ট্রেন (Train) পরিষেবা নেই। যদিও রাতের জন্য বাস (Bus) এবং বিমান পরিষেবা (Air Service) আছে। কিন্তু তার ভাড়া সাধারণ মানুষের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অত্যাধিক। ফলে রাতের বেলা এই রুটে যাতায়াতের জন্য অনেক মানুষ সমস্যার সম্মুখীন হন। এসব সমস্যার সমাধানের জন্য বিধায়ক শংকর ঘোষ রাত সাড়ে দশটার পর একটি ট্রেন চালু করার প্রস্তাব দিয়েছিলেন যা উত্তরবঙ্গের (North Bengal) মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হতে পারে।
শিলিগুড়ির (Siliguri) বিধায়ক শংকর ঘোষ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) উত্তরবঙ্গের (North Bengal) মানুষের সমস্যার প্রতি সহমর্মিতা দেখিয়ে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ তিনি আরও জানান, রেলমন্ত্রী কর্তৃক এই পদক্ষেপের ফলে অনেক মানুষের যাতায়াতের সমস্যার সমাধান হবে এবং উত্তরবঙ্গের মানুষের যাতায়াতের সুবিধা অনেকাংশে বৃদ্ধি পাবে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
শিলিগুড়ি (Siliguri) এবং নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশন (Station) থেকে কলকাতাগামী রাত্রীকালীন ট্রেন (Train) পরিষেবা চালু হলে উত্তরবঙ্গের (North bengal) মানুষদের জন্য খুব উপকার হবে। এই ট্রেন পরিষেবা চালু করার মাধ্যমে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াত আরো সহজ এবং সাশ্রয়ী হবে তা দীর্ঘদিন ধরে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাহিদা ছিল।