Sukanta majumdar: রাজ্য নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সুকান্ত

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: শুক্রবার রাতে দিল্লি থেকে কলকাতা ফিরলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta majumdar)। কলকাতায় পা রাখার সঙ্গে সঙ্গে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উগরে দিলেন ক্ষোভ। মুখ খুললেন একাধিক প্রসঙ্গ নিয়ে। কেন্দ্রীয় মন্ত্রীর (Sukanta majumdar) নিশানায় ছিল রাজ্য সরকার।

নিউজ পোল ইউটিউব লিংক: https://www.youtube.com/live/kcfqYQUn9ts?si=tVQxhDlOJNkTiCJn

সম্প্রতি শান্তিপুর হাসপাতালে অমানবিক ধারণা প্রসঙ্গে জানালেন তার প্রতিক্রিয়া। রিপোর্ট তলোব করা হয়েছে। এক বছরের শিশু হাসপাতালে বমি করে ফেলায় তা পরিষ্কার করানো হয়, বাড়ির লোককে দিয়ে। সেই প্রসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি বললেন, “হয়ত এই বিষয়টি ক্যামেরায় এসে গেছে তাই হয়তো। তাই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। রাজ্যের হাসপাতালের বাস্তবিকতা এটা। ” বহু ক্ষেত্রে হাসপাতালের ওয়ার্ডবয়দের পাওয়া যায় না বলেও ক্ষোভ উগড়ে দেন তিনি। পশ্চিমবঙ্গের সব হাসপাতালের এটা বাস্তব চিত্রে। ক্যামেরায় এসেছে বলে সব মানুষ দেখতে পাচ্ছেন। আর এত কথা বলছেন । অন্যদিকে শান্তিপুরের ঘটনা নিয়েও মুখ খুলেছেন। বিজেপির পঞ্চায়েত সমিতির ঘটনা নিয়েও সরব হয়েছেন। তিনি সেখানে যাবেন বলেও জানিয়েছেন। পঞ্চায়েত দেখা করবেন বিজেপি কর্মীদের সঙ্গে।

কলকাতায় রয়েছেন মোহন ভগবত। বাংলায় তাঁর সভা করা নিয়েও হয়েছে জলঘোলা। সভা করতে চাওয়ার অনুমতির জন্য যেতে হয়েছে হাইকোর্ট। সভায় অনুমতি দিয়েছে আদালত তবে লাউড স্পিকারে মাইক বাজানো যাবে বলা হয়েছে। সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, “এর আগেও বিজেপির কর্মসূচি নিয়ে আদালতে যেতে হয়েছে। এটা নতুন কিছু নয়।” সেইসঙ্গেই কলকাতায় দিনে দুপুরে বৃদ্ধার ওপর ডাকাতে নিও মুখ খুলেছেন সুকান্ত মজুমদার। তুলেছেন রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও। রাজ্য পুলিশের মান সম্মান নেই বলেও উল্লেখ করেছেন বিজেপি নেতা। বলেছেন,”অন্য রাজ্যের পুলিশ হলে কচু গাছে গলায় দড়ি দিত।”

আরও পড়ুন: WB Weather: তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, গ্রীষ্মের প্রভাব রাজ্যজুড়ে

বিজেপির পঞ্চায়েত সমিতির ঘটনা নিয়েও সরব হয়েছেন। তিনি সেখানে যাবেন বলেও জানিয়েছেন। পঞ্চায়েত দেখা করবেন বিজেপি কর্মীদের সঙ্গে।