শ্যামল নন্দী,বারাসাত : কো-অপারেটিভ ব্যাংকের (Barasat Co-operative) নিয়ম অনুযায়ী বেশ কয়েক বছর আগে ব্যাংক পরিচালনার জন্য নির্বাচিত একটি বোর্ড গঠন হয়েছিল। কিন্তু তা সত্বেও বিভিন্ন কারণে ২০২১ সালের ২৩ শে মার্চ তৎকালীন বোর্ড ভেঙ্গে দিয়ে সরকারি প্রতিনিধি দিয়ে দি নবপল্লী কো-অপারেটিভ ব্যাংক পরিচালিত হচ্ছিল। তারপর ২০২৪ সালের ১১ ডিসেম্বর থেকে বোর্ড গঠনের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। সেই পক্রিয়া এদিন শেষ হয়েছে। সেখানেই বিনা প্রতিদ্বন্দিতায় ব্যাংক পরিচালনার দায়িত্ব পেল তৃণমূল(TMC)।
৪৬ জনের ওই বোর্ড গঠনের নির্বাচনে কেউ অংশ না নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকারি প্যানেল ব্যাংক পরিচালনার দায়িত্ব পায়। শুক্রবার সেই ৪৬ জন বোর্ড সদস্যদের মধ্যে থেকে ৯ জনের “বোর্ড অফ ডাইরেক্টর” নির্বাচিত হয়। নতুন বোর্ডের চেয়ারম্যান হন বারাসাত পুরসভার পুর পারিষদ অরুণ ভৌমিক। অন্যদিকে সম্পাদক হন প্রভাষ চন্দ্র সরকার, ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঞ্জীব ব্যানার্জি ও কোষাধক্ষ্য হিসেবে রীতেশ বসু নির্বাচিত হন। নতুন বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর অরুণ ভৌমিক জানান ব্যাংকে স্থায়ী কর্মচারীর অভাব আছে। সেগুলো যত শীঘ্র সম্ভব পূরণ করা হবে! তার পাশাপাশি পার্সোনাল লোন ও সদস্যদের ডিভিডেন্ট নিয়েও নতুন বোর্ড আলোচনার মধ্যে আনবেন এমনটাই জানিয়ে অরুণ ভৌমিক।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/1EA79Afcw5/
তিনি জানিয়েছেন এই সমবায় ব্যাংক-এর একটি বিশেষত্ব রয়েছে। এই ব্যাংক সকাল-বিকেল খোলা থাকে। সাধারন খেটে খাওয়া মানুষের জন্য করা হয়েছে। তবে করোনার সময় ব্যাংক-এর সময় এক বেলা করে দেওয়া হয়। তবে অরুণ ভৌমিক জানিয়েছেন পুরানো নিয়ম ফেরানো হবে। ব্যাংক-এর আরও উন্নতি করা হবে বলেও জানিয়েছেন তিনি।