নিউজ পোল স্পোর্টস ব্যুরো: শুরু থেকেই বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বাবর আজমের (Babar Azam) তুলনা টানেন পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। দুজনের মধ্যে কার কভার ড্রাইভ সেরা? এই প্রশ্ন হামেশাই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এবার সত্যি সত্যিই বিরাটকে ছাপিয়ে গেলেন বাবর। কিং কোহলির রেকর্ড ভেঙে দিলেন তিনি।
আরও পড়ুন: IND Vs PAK: ভারতকে হারানোর রেসিপি বাবরদের বাতলে দিলেন সরফরাজ
এশিয়ার মধ্যে ওয়ানডেতে ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রান করার নজির ছিল কোহলির নামে। বিশ্বে দ্বিতীয় দ্রুততম ৬ হাজার রান তাঁর। শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে (PAK Vs NZ) সেই রেকর্ড ভেঙে দিয়ে এশিয়ার মধ্যে একদিনের ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রান করার রেকর্ড গড়লেন বাবর (Babar Azam)। অন্যদিকে তিনি বিশ্বে যুগ্মভাবে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড গড়েছেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা হাশিম আমলার (Hashim Amla) রেকর্ড স্পর্শ করেছেন বাবর (Babar Azam)। একদিনের ক্রিকেটে ৬ হাজার রান করতে আমলা নিয়েছিলেন ১২৩ টি ইনিংস। বাবরও একই সংখ্যক ইনিংসে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন। যদিও এই রেকর্ড গড়ার দিনেও দলকে জেতাতে ব্যর্থ পাক তারকা। ৬ হাজার রানের গণ্ডি অতিক্রম করলেও কিউইদের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ২৯ রান করলেন বাবর। দল হারল ৫ উইকেটে।