BSNL: ১৭ বছর পর ঘুরে দাঁড়াল বিএসএনএল

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) সরকারি টেলিকম সেবা প্রদানকারী সংস্থা,২০০৭ সালের পর প্রথমবারের মতো ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ২৬২ কোটি টাকা লাভ করেছে। এই সাফল্যটি (success) তাদের উদ্ভাবন নেটওয়ার্ক (network) সম্প্রসারণ,ব্যয় নিয়ন্ত্রণ (cost control) এবং গ্রাহক কেন্দ্রিক পরিষেবা উন্নতির জন্য নেওয়া পদক্ষেপগুলির ফলস্বরূপ।

যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উল্লেখ করেছেন যে বিএসএনএল-এর তিনটি প্রধান সেবা- সেলুলার মোবিলিটি, FTTH এবং লিজ লাইন – যথাক্রমে ১৫%,১৮% এবং ১৪% বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন,’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে আমাদের নিজস্ব টেলিকম সংস্থা (Telecom Company) লাভের পথে ফিরেছে এবং আমরা আশা করি, চতুর্থ ত্রৈমাসিক শেষে শুধু রাজস্ব বৃদ্ধিই নয়, ব্যয় নিয়ন্ত্রণে রেখে উল্লেখযোগ্যভাবে ক্ষতি কমাতে সক্ষম হব।’

বিএসএনএলের (BSNL) গ্রাহক সংখ্যা গত বছরগুলিতে বৃদ্ধি পেয়েছে , কারণ দেশের প্রধান মোবাইল সেবা প্রদানকারীদের যেমন- ভোডাফোন আইডিয়া (Vodafone Idea),এয়ারটেল (Airtel) ও জিও (Jio) রিচার্জ (Recharge) খরচ বেড়েছে অপরদিকে বিএসএনএলের (BSNL) কম থাকার কারণে অনেক গ্রাহক তাদের নম্বর পোর্ট (port) করেছেন। ২০২৪ সালের জুনের বিএসএনএলের (BSNL) গ্রাহক সংখ্যা ছিল ৮.৪ কোটি, যা ডিসেম্বরে প্রায় ৯ কোটি হয়ে গেছে। মন্ত্রী সিন্ধিয়া আরও জানান, বিএসএনএলের (BSNL) ১ লক্ষ টাওয়ার স্থাপনের পরিকল্পনায় ৭৫ হাজার টাওয়ার স্থাপন করা হয়েছে এবং ৬৫ হাজার টাওয়ার (Tower) চালু করা হয়েছে এই বছরের জুনের মধ্যে সব টাওয়ার (Tower) চালু হবে।

বিএসএনএলের সিএমডি (CMD) রবার্ট জে রবি, ২০২৪ ২৫ অর্থবর্ষের ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করে বলেছেন, তারা আশা করছেন, চলতি আর্থিক বছরে রাজস্ব ভিত্তিক ২০ শতাংশ ছাড়িয়ে যাবে। এছাড়া বিএসএনএল (BSNL) সফলভাবে খরচ কমাতে পেরেছে । যার ফলে গত বছরের তুলনায় ১ হাজার ৮০০ কোটি টাকার ক্ষতি কমানো সম্ভব হয়েছে।

গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করার জন্য ন্যাশনাল ওয়াইফাই রোমিং (National Wifi Roaming), BITV (সব মোবাইল গ্রাহকদের জন্য বিনামূল্যে বিনোদন), এবং IFTV ( সব FTTH গ্রাহকদের জন্য) এর মত নতুন উদ্ভাবন চালু করা হয়েছে। বিএসএনএলের CMD বলেছেন, ‘আমাদের পরিষেবার গুণমান এবং নিশ্চয়তার উপর চলমান ফোকাস গ্রাহকদের আরও আস্থা তৈরি করেছে এবং ভারতে BSNL- কে একটি শীর্ষস্থানীয় টেলিকম সেবা প্রদানকারী হিসেবে আরও শক্তিশালী করেছে।’