Maha Kumbh: মহাকুম্ভে যাওয়ার পথে বাস-গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ১০

দেশ

নিউজ পোল ব্যুরোঃ মর্মান্তিক দুর্ঘটনা। যাওয়া হল না আর মহাকুম্ভে(Maha Kumbh ) পুণ্য স্নানে। পুলিশ জানিয়েছে, মির্জাপুর-প্রয়াগরাজ মহাসড়কে একটি বোলেরো গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে (Accident)কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাঁরা সকলেই ছত্তিশগড় থেকে আসা ভক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, মধ্যরাতের দিকে এই জোড়া সংঘর্ষে আরও ১৯ জন আহত হয়েছেন। নিহত ভক্তরা ছত্তিশগড়ের কোরবার বাসিন্দা। তাঁরা কুম্ভমেলায় পবিত্র স্নান করতে সঙ্গমে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় বাসটিতে মধ্যপ্রদেশের রাজগড়ের তীর্থযাত্রীরাও ছিলেন।প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ সুপার বিবেক চন্দ্র যাদব বলেছেন, “ছত্তিশগড় থেকে মহাকুম্ভে যাওয়া ভক্তদের বহনকারী একটি গাড়ির সাথে বাসের সংঘর্ষে দশজন নিহত হয়েছেন। প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কে মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য স্বরূপ রাণী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। আরও তদন্ত চলছে,”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:https://www.facebook.com/share/1EA79Afcw5/

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/14/sukanta-maujmdar-open-up-his-mouth-over-the-bengal-recent-incident/

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজে সড়ক দুর্ঘটনার(accident) খবর নিয়েছেন এবং ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসারও নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে মহাকুম্ভে(Maha Kumbh )যাওয়া বা ফেরার পথে এই ধরনের দুর্ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে। তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন সবটাই নজরে রাখছে বলেই জানানও হয়েছে।