Lowest Life Expectancy: গড় আয়ু মাত্র ৪৯! এ কেমন‌ বেঁচে থাকার লড়াই?

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পৃথিবীতে সকলেই বাঁচতে চায়, আরও কিছুটা সময় পৃথিবীর সৌন্দর্য্য উপভোগ করতে চায়। তবে সব সময় ইচ্ছামতো জীবন পাওয়া যায় না। এমনই এক দেশ হলো চাদ (Chad), যেখানে মানুষের গড় আয়ু মাত্র ৪৯ বছর!(Lowest Life expectancy) পৃথিবীর গড় আয়ু যেখানে ৬৫-৭৫ বছরের মধ্যে এবং বাংলাদেশের গড় আয়ু(Average Life Span) প্রায় ৬৯ বছর, সেখানে চাদের এই অবস্থান সত্যিই দুঃখজনক। চাদের(Chad) মানুষের জীবনকাল কম হওয়ার প্রধান কারণ হলো অস্বাস্থ্যকর পরিবেশ (unhygienic environment) ও পুষ্টিহীনতা (malnutrition)। এছাড়াও, প্রাকৃতিক বিপর্যয় (natural disasters) এবং স্বাস্থ্য ব্যবস্থার অভাব চাদের মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

চাদের প্রতিবেশী দেশ সুদান (Sudan) তাদের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির জন্য চাদের বর্তমান অবস্থার জন্য অনেকাংশে দায়ী(Lowest Life Expectancy)। সুদানের যুদ্ধকালীন পরিস্থিতি থেকে পালিয়ে আসা হাজার হাজার উদ্বাস্তু (refugees) চাদে আশ্রয় নিচ্ছে। ফলে দেশটি একপ্রকার উদ্বাস্তু নগরীতে পরিণত হয়েছে। পূর্বে চাদ(Chad) প্রাকৃতিক সম্পদে (natural resources) ভরপুর ছিল। কিন্তু বর্তমানে এই সমস্যাগুলোর কারণে দেশের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।

চাদে এইডস (AIDS) মহামারী এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দিন দিন এই রোগের প্রকোপ বাড়তে থাকায় চাদের গড় আয়ু দ্রুত হ্রাস পাচ্ছে(Lowest Life Expectancy)। চাদের পরিবেশ দূষণ (polluted environment) এবং খাদ্যে রাসায়নিক ব্যবহার বৃদ্ধি দেশটির স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এসব কারণে শিশু ও প্রাপ্তবয়স্কদের অপুষ্টিজনিত সমস্যা এবং সংক্রামক রোগে মৃত্যুর হার বেশি।বিশেষজ্ঞরা মনে করছেন, চাদের(Chad) মানুষদের গড় আয়ু আরও কমে যেতে পারে(Lowest Life Expectancy) যদি আশেপাশের দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সাহায্যের হাত না বাড়ায়। চাদের(Chad) মানুষ তাদের প্রতিবেশী দেশগুলোকে সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। চাদের(Chad) এই সংকটময় অবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা ও সুদূরপ্রসারী পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন(Lowest Life Expectancy)। শুধুমাত্র পারস্পরিক সহায়তার মাধ্যমেই এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।