Parambrata-Pia : পরমব্রত-পিয়ার পরিবারে খুশির বার্তা, জুনেই আসছে নতুন অতিথি !

বিনোদন

নিউজ পোল ব্যুরো : ভ্যালেন্টাইনস ডে’র (Valentine’s day) রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattapadhay) এবং তার স্ত্রী, সমাজকর্মী-গায়িকা পিয়া চক্রবর্তী (Pia Chakraborty)। নিজেদের ভালোবাসাকে আরও একধাপ এগিয়ে নিয়ে এবার নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন এই তারকা দম্পতি। সোশাল মিডিয়ায় (Social media) পিয়া চক্রবর্তী একটি বিশেষ পোস্ট করেন, যেখানে তিনি জানান,তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে।

ইনস্টাগ্রামে (Instagram) পরমব্রতর সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করে পিয়া লেখেন, ‘এটা আমরা। আমাদের সবচেয়ে নিনা, তারপর গত বছর এসেছে বাঘা। আর এবার আমাদের ভালোবাসা ধীরে ধীরে বড় হচ্ছে। খুব শীঘ্রই সে মানব শরীরে আমাদের কাছে আসবে।’ পোস্টের শেষে তিনি যোগ করেন, “#BabyComingSoon”— যা মুহূর্তের মধ্যেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। তাদের দুই পোষ্য, বাঘা ও নীনাকে সঙ্গে নিয়েই এই খুশির খবর ভাগ করে নিয়েছেন পিয়া।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর মাসে একেবারে ঘরোয়া পরিবেশে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী (Parambrata -Pia) সই করে বিয়ে সারেন। পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে তাদের এই বিশেষ দিনটি সম্পন্ন হয়। পরবর্তীতে ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজনকে নিয়ে একটি ছোট রিসেপশন পার্টিও আয়োজন করেছিলেন তারা। পরমব্রত চিরকালই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে ভালোবাসেন। তার সম্পর্কের বিষয়ে খুব কমই মুখ খুলতে দেখা গেছে তাকে। পিয়াও সেই পথেই হেঁটেছেন। তবে এবার মাতৃত্বের আনন্দ ভাগ করে নিতে আর দেরি করলেন না তিনি।

বিয়ের পর থেকেই দু’জনের সম্পর্ক বেশ মজবুত হয়েছে। দু’জনেরই একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও বোঝাপড়া অনুরাগীদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে। এবার তাদের সেই সম্পর্ক আরও দৃঢ় হতে চলেছে নতুন অতিথির আগমনে। এই সুখবরের পর পরমব্রত এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। বরাবরের মতোই তিনি নীরব রয়েছেন ব্যক্তিগত জীবনের বিষয়ে। তবে তার মুখে কিছু না থাকলেও, স্ত্রী পিয়া বেশ খোলামেলা ভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
পিয়া জানিয়েছেন, জুন (June) মাসেই তাদের ঘর আলো করে আসবে ফুটফুটে সন্তান। নতুন জীবনের জন্য তিনি যেমন উচ্ছ্বসিত, তেমনই কিছুটা নার্ভাসও। প্রথমবার মা হওয়ার অনুভূতি তাকে একদিকে যেমন আবেগপ্রবণ করছে, অন্যদিকে সন্তানের আগমনের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত তারা উপভোগ করছেন।

ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায়ের পাশাপাশি দু’জনেই তাদের কেরিয়ারে (Career) বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattapadhay) একাধারে টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক। বাংলা সিনেমার (Bengali Cinema) পাশাপাশি হিন্দি সিনেমা (Hindi Cinema) ও ওয়েব সিরিজেও (Web series) তিনি চুটিয়ে কাজ করছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার বেশ কিছু সিনেমা প্রশংসিত হয়েছে। পরিচালনার দিকেও মন দিয়েছেন তিনি, যার ফলে ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় কাজ উপহার দিতে চলেছেন দর্শকদের। অন্যদিকে, পিয়া চক্রবর্তী মূলত সমাজকর্মী এবং গায়িকা হিসেবে পরিচিত। তিনি সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সংগীত জগতেও নিজের জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য রক্ষা করেই এগিয়ে চলেছেন তিনি।

এই সুখবর সামনে আসার পর থেকেই সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। তাদের ভক্তরা, সহকর্মীরা ও বন্ধুরা একের পর এক শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay) , রাইমা সেন (Raima Sen), পার্নো মিত্র (Parno Mitra)-সহ টলিউডের অনেকেই পরমব্রত ও পিয়াকে (Parambrata -Pia) অভিনন্দন জানিয়েছেন। অনুরাগীরাও তাদের আনন্দের মুহূর্তের সাক্ষী হয়ে উঠেছেন। কেউ লিখেছেন, ‘এটা দারুণ খবর! পরমদাকে বাবা হিসেবে দেখার অপেক্ষায় রইলাম।’ আবার কেউ লিখেছেন, ‘আপনাদের নতুন জীবনের জন্য শুভ কামনা, আশা করি এই অধ্যায় সুখের হবে।’

পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর (Parambrata -Pia) জীবনে এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। জুন মাসে তাদের সন্তান পৃথিবীতে আসবে, যা তাঁদের জীবনে এক নতুন রং এনে দেবে। ভক্তদের ভালোবাসায় স্নাত হয়ে পরমব্রত-পিয়া (Parambrata -Pia) দম্পতি যে এই নতুন যাত্রার জন্য প্রস্তুত, তা বলাই বাহুল্য। নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছেন তারা, আর অনুরাগীরাও তাদের জীবনের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে উদগ্রীব হয়ে আছেন।