New Notes: RBI-র নতুন ৫০ টাকার নোট, কী থাকছে পরিবর্তনে?

দেশ

নিউজ পোল ব্যুরো: পুরোনো ৫০ টাকার নোট ব্যবহার করতে করতে একঘেয়ে লাগছে? তবে চিন্তা নেই আর! বাজারে নতুন ৫০ টাকার নোটের(New 50 Rupees Note) আগমন হতে চলেছে। আরবিআই(RBI Update) এর গভর্নর সঞ্জয় মালহোত্রা(Sanjay Malhotra) এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি জানিয়েছেন এই নতুন ৫০ টাকার নোটের উপর তাঁর সই থাকবে। ২০২৪ সালে ডিসেম্বর মাসে আরবিআইতে(RBI) তিনি গভর্নর পদে নিযুক্ত হন। এর আগে আরবিআই-এর গভর্নর পদে ছিলেন শক্তিকান্ত দাস(Shaktikanta Das)। তিনি অবসরপ্রাপ্ত থাকাকালীন অনেকদিন ধরে অনেক কিছুর দায়িত্ব নিজের হাতে সামলেছেন। আরবিআই(RBI Update) এর পক্ষ থেকে জানানো হয়েছে নতুন ৫০ টাকার(New Note) নোট আমূল কোনো পরিবর্তন আসবেনা। এগুলি পুরোনো নোটের মতোই দেখতে হবে অনেকটা। নোটে আগের মতোই বজায় থাকবে মহাত্মা গান্ধীর(Mahatma Gandhi) ছবি। নতুন নোটের পাশাপাশি পুরোনো নোটের ব্যবহারও বাজারে বৈধ থাকবে। সবরকম কাজ করা যাবে পুরোনো নোট দিয়ে।

সঞ্জয় মালহোত্রা গামী ৩ বছরের জন্য আরবিআই-এর(RBI) সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছেন। পূর্বে তিনি রেভিনিউ সেক্রেটারি হিসেবে কাজ করতেন। শক্তিকান্ত দাস গভর্নর হিসেবে প্রায় ৬ বছর কাজ করেছিলেন। নতুন ৫০ টাকার নোটের(New Note) খবর প্রকাশ হওয়ার পর থেকেই মানুষের মনে তৈরি হয়েছিল ধোঁয়াশা। প্রশ্ন উঠেছিল তবে কি পুরোনো ৫০ টাকার নোটের আর কোনো গুরুত্ব থাকবেনা? পুরোনো নোট বাতিল হয়ে যাবে না তো? এমনই কিছু প্রশ্ন নিয়ে জল্পনা তৈরী হয়েছিল মানুষের মনে। পূর্বে নোটবদলের সময় পুরোনো সমস্ত নোট ব্যাঙ্কে জমা রাখতে হয়েছিল সকলকে। এবারেও এমন নিয়মই গ্রাহ্য হবে কিনা তা নিয়ে তৈরী হয়েছিল জল্পনা। তবে সব ধোঁয়াশা মুছে দিয়ে আরবিআই(RBI Update) জানায় যে বাজারে নতুন ৫০ টাকার নোট এলেও বৈধ থাকবে পুরোনো ৫০ টাকার নোটগুলি। পুরোনো নোটের আদলেই তৈরি হবে নতুন নোট। শুধু সই এর জায়গায় আরবিআই(RBI Update) -এর বর্তমান গভর্নর পদে নিযুক্ত সঞ্জয় মালহোত্রার। এর বাইরে নতুন কিছুই থাকছেনা নোটে(RBI Update)।