Smriti Mandhana: মেয়েরা পিছিয়ে নাকি? কোহলি নিয়ে প্রশ্ন করায় বিরক্ত মন্ধানা

আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই ভারতের মহিলা ক্রিকেট দলকে বোর্ডের ‘দুয়োরানি’ বলে থাকেন। এবার সেই সুর শোনা গেল ভারতীয় দলের তারকা ওপেনার তথা আরসিসি উইমেন্স দলের নেত্রী স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) গলাতেও। শুক্রবার থেকে শুরু হওয়া উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে হারানোর পর বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করলেন তিনি।

আরও পড়ুনঃ Valentine’s Day: হে প্রেম! তুমি কেন এমন?

উল্লেখ্য, বিরাট কোহলির জার্সি নম্বর যেমন ১৮, একইরকমভাবে স্মৃতি মন্ধানাও (Smriti Mandhana) ১৮ নম্বর জার্সি গায়ে দেন। দুজনেই আরসিবির তারকা। তাই সাংবাদিক সম্মেলনে জনৈক সাংবাদিক মন্ধানাকে প্রশ্ন ছুঁড়ে দেন, “বিরাট কোহলির সঙ্গে জার্সি নম্বর ভাগ করে নেওয়ার অনুভূতি কেমন?” এই প্রশ্ন শুনেই বিরক্ত হন মন্ধানা।

উল্লেখ্য, আরসিবি পুরুষ দল এখনও পর্যন্ত ১৭ বছরে একবারও ট্রফি জিততে পারেনি। উল্টোদিকে আরসিবি উইমেন্স এবছর খেতাবরক্ষক হিসেবে নেমেছে। গত মরশুমের বিজয়ী তারা। উক্ত সাংবাদিকের প্রশ্নে মন্ধানা (Smriti Mandhana)এতটাই বিরক্ত হন যে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকেন তিনি। তারপর হেসে বলেন, “মহিলাদের ক্রিকেটেই ফোকাস করা উচিৎ। কারণ, আমরা এখানে ডব্লিউপিএল নিয়ে কথা বলার জন্যই এসেছি।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

২০২৪ সালে আরসিবিকে কাপ জেতানো মন্ধানা অবশ্য কেন তাঁর জার্সি নম্বর ১৮ সেটা তুলে ধরেছেন। বলেন, “জুলাই মাসের ১৮ তারিখ আমার জন্মদিন। তাই এই সংখ্যাটা আমার পছন্দের। তাই এই ১৮ নম্বর জার্সিটা বেছে নিয়েছি আমি।” পাশাপাশি এও জানান যে তাঁর ৭ নম্বর জার্সিটাই প্রথম পছন্দ ছিল। কিন্তু তা অন্য একজন নিয়ে নেন।