St.Xaviers college convocation: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বসল শিক্ষাক্ষেত্রে চাঁদেরহাট

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) আজ সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের(St Xavier’s University) ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান (6th Convocation Ceremony) অত্যন্ত জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৮৪৪ জন স্নাতক (Undergraduate), স্নাতকোত্তর (Postgraduate) এবং পিএইচ ডি (PhD) গবেষকের হাতে ডিগ্রির শংসাপত্র (Degree Certificates) তুলে দেওয়া হয়। শিক্ষা ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য সেরা ছাত্র-ছাত্রীদের পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির (Vellore Institute of Technology – VIT) প্রতিষ্ঠাতা ও আচার্য ডক্টর জি বিশ্বনাথন। শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে সাম্মানিক ডি লিট (Honorary D.Litt) প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জন ফেলিক্স রাজ (Dr. John Felix Raj) প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট (Annual Report) তুলে ধরেন। তিনি বলেন, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় (St. Xavier’s University) উন্নতির সোপানে এগিয়ে চলেছে এবং আগামী দিনে আরও নানা কোর্স চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।চলতি বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ল স্কুলে (Law School) এলএলএম (LLM) ডিগ্রির কোর্স চালু করা হবে। এছাড়া আগামী বছর থেকে ইঞ্জিনিয়ারিং কোর্স (Engineering Course) চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, ডিজাইনের উপর (Design Courses) স্নাতক ও স্নাতকোত্তর উভয় স্তরে কোর্স চালু হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) নিয়ে কোর্স শীঘ্রই চালু করার বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনেও (New Campus Building) শীঘ্রই পঠন-পাঠন শুরু হবে বলে উপাচার্য জানান। মেঘালয় হাই কোর্টের (Meghalaya High Court) প্রধান বিচারপতি জাস্টিস আই পি মুখার্জি (Justice I. P. Mukerji) অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি শিক্ষাক্ষেত্রে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের(St Xavier’s University) ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের অবদানের প্রশংসা করেন।অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর এবং শিক্ষার্থীরা তাদের ডিগ্রি লাভের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য উচ্ছ্বসিত ছিল। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের(St Xavier’s University) এই সমাবর্তন অনুষ্ঠান প্রতিষ্ঠানের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির সাক্ষ্য বহন করে।