Alcohol: ভারতের এই রাজ্যে সবথেকে বেশি মদ খান মহিলারা, জেনে নিন

অফবিট দেশ

নিউজ পোল ব্যুরো: মদ্যপান (Consuming Alcohol) স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এ কথা কে না জানে! তবু এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয় যাদের দু পাত্তর ছাড়া চলে না একেবারেই। আবার এমনও অনেকে আছেন যারা জীবনের দুঃখ মদের গ্লাসে ডোবাতে চান। মদের ব্যাপারে পুরুষ-নারীতে কোনো ভেদাভেদ নেই। তবে ভারতের কোন রাজ্যের মহিলারা সবথেকে বেশি মদ খান তা জানেন কি?

আরও পড়ুন: Kajal Sheikh: নেতারা ‘এই করেছি ওই করেছি’ না বলে খতিয়ান দিক, কাজল শেখের মন্তব্যে জল্পনা শুরু

সমীক্ষা বলছে, সমগ্র দেশে ১৪ থেকে ৪৯ বছর বয়সী মহিলাদের মধ্যে মদ্যপানের (Consuming Alcohol) হার ১.২%। সেখানে দেশের সমস্ত রাজ্যগুলির মধ্যে আসামে মহিলাদের মদ্যপানের হার সবথেকে বেশি। এই রাজ্যে ১৬.৫% মহিলা মদ্যপান করে থাকেন। যা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘালয়ের হারের তুলনায় অনেকটাই বেশি।

মহিলাদের মদ্যপানের (Consuming Alcohol) তালিকায় দুই নম্বরে রয়েছে মেঘালয়। সেখানে হার ৮.৭%। যা গোটা দেশের গড়ের তুলনায় অনেকটা বেশি হলেও প্রথম স্থানে থাকা আসামের তুলনায় অনেকটাই কম। এরপর তিন নম্বরে রয়েছে অরুণাচল প্রদেশ। সেখানে মহিলাদের মদ্যপানের হার ৩.৩%। উল্লেখযোগ্য বিষয় হল, অরুণাচল প্রদেশে সারা দেশের মধ্যে পুরুষদের মদ্যপানের হার সবথেকে বেশি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তবে যে তথ্যটি সবথেকে চমকপ্রদ তা হল, মহিলাদের মদ্যপানের (Consuming Alcohol) হারের তালিকায় জায়গা হয়নি মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক ইত্যাদি রাজ্যগুলি। যেগুলি কর্পোরেট সেক্টরের জন্য পরিচিত। এখানে মহিলাদের মদ্যপানের হার কম, এ যেন ভাবাই যায় না!