নিউজ পোল ব্যুরো: বিজেপি( BJP) সাধারণ মানুষের ( General People )কথা ভেবে বাজেট ( Union Budget 2025) তৈরি করেনি। বরং বাজেট তৈরিতে তাদের লক্ষ্য ছিল আসন্ন রাজ্যগুলিতে ভোটের কথা। বাজেটে গোটা দেশের পরিবর্তে শুধুমাত্র বিহার রাজ্যের ( Bihar ) কথা সহ শরিক দলগুলির ( NDA Alliance ) কথা মাথায় রাখা হয়েছে।
কর্মসংস্থান থেকে একশো (MANREGA) দিনের কাজ বরাদ্দ কমেছে ছাড়া বাড়েনি। এমনকি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্ষেত্রগুলিতে মুদ্রাস্ফীতি ( Inflation Index ) এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে সাধারণ মানুষের দিন গুজরান করা মুশকিল হয়ে পড়েছে বাজেটে যেভাবে রাজ্যগুলিকে বঞ্চিত করা হয়েছে তারও উল্লেখ করেছেন বারাসাতের সাংসদ। বরং কেন্দ্রের সরকার বাংলা সহ উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও একমাত্র বিহার, উড়িষ্যা বাদে সেভাবে আর্থিক বরাদ্দ বাড়াইনি। এমনকি বাংলার ন্যায্য পাওনা গন্ডাও এখনো পর্যন্ত মিটায়নি। কেন্দ্রের বিজেপি সরকার গোটা উত্তর-পূর্ব ভারতের অর্থনীতিকে সংকুচিত করতে চাইছে বলেও এদিন অভিযোগ করেন বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার।কেন্দ্রের বাজেট ভোট মুখী, জনস্বার্থ বিরোধী, আর রাজ্যের বাজেট মানুষের স্বার্থে, গরিবের স্বার্থে।
রবিবার বারাসাত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে এক পালস পোলিও কর্মসূচিতে অংশগ্রহণ করে এই কথাই বললেন বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। এদিন সাংসদ ওই কর্মসূচিতে অংশ নিয়ে বেশ কিছু শিশুকে নিজের হাতেই পালস পোলিও খাওয়ান। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাঃ বিবর্তন সাহা , জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, বারাসাত পুরসভার পুরো প্রধান অশনি মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতে সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার কেন্দ্র ও রাজ্যের বাজেটের ব্যাখ্যা দিতে গিয়ে এই কথা বলেন।