নিউজ পোল ব্যুরো: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একত্রে পথচলা শুরু করেছে হটস্টার ও জিও (JioHotstar)। ২০২৪ সালেই শোনা গিয়েছিল মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা জিও হটস্টারকে (JioHotstar) অধিগ্রহণ করতে পারে। তবে এরপর আর কিছু জানানো হয়নি। শুক্রবার সকালের মধ্যে ব্যবহারকারীরা লক্ষ করেন, হটস্টারের (hotstar) লোগো পরিবর্তন হয়েছে। পুরোনো নীল (blue) রঙের লোগোটি এখন গোলাপী (pink) ও নীল (blue) মিশ্রিত হয়ে নতুন আঙ্গিকে এসেছে এবং ডিসনির (disney) নামও সরিয়ে দেওয়া হয়েছে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtube.com/shorts/F6Z9zQlfd6o?si=5x4lrjYnNViTLIp-
দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম একসঙ্গে মিলিত হয়ে নতুন আঙ্গিকে কাজ করতে শুরু করেছে। নতুন এই প্ল্যাটফর্মে গ্রাহকরা ১০ টি ভাষায় সিনেমা,সিরিজ এবং লাইভ খেলা উপভোগ করতে পারবেন। এছাড়া, এনবিসি ইউনিভার্সাল পিকক, ওয়ার্নার ব্রস,ডিসকভারি এইচবিও,প্যারামাউন্ট ইত্যাদি চ্যানেলের কনটেন্টও (content) পাওয়া যাবে। মজার বিষয় হল, সব কন্টেন্টই সাবস্ক্রিপশন (subscription)ছাড়া দেখা যাবে না,তবে কিছু কন্টেন্ট ফ্রীতেও উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: Bangladesh: সরকারের শাস্তিমূলক পদক্ষেপ! নিষিদ্ধ পর্ণ সাইট
এমনকি যাদের আগেই হটস্টারে (hotstar) সাবস্ক্রিপশন (subscription) ছিল,তাঁরা নতুন প্ল্যাটফর্ম লগ ইন (login) করে নিজেদের সাবস্ক্রিপশন (subscription) ব্যবহার করতে পারবেন।নতুন সাবস্ক্রিপশন নিতে হলে ,গ্রাহকদের সর্বনিন্ম ১৪৯ টাকা খরচ করতে হবে। আশা করা হচ্ছে,এই যুগান্তকারী উদ্যোগ গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে এবং এই প্ল্যাটফর্মে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে।
এমনকি যাদের আগেই হটস্টারে (hotstar) সাবস্ক্রিপশন (subscription) ছিল,তাঁরা নতুন প্ল্যাটফর্ম লগ ইন (login) করে নিজেদের সাবস্ক্রিপশন (subscription) ব্যবহার করতে পারবেন।নতুন সাবস্ক্রিপশন নিতে হলে ,গ্রাহকদের সর্বনিন্ম ১৪৯ টাকা খরচ করতে হবে। আশা করা হচ্ছে,এই যুগান্তকারী উদ্যোগ গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দেবে এবং এই প্ল্যাটফর্মে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে।