নিউজ পোল ব্যুরো: মহাকুম্ভে (Maha Kumbh)যাওয়ার পথে শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে(New Delhi Railway station)ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৮ জন পুণ্যার্থীর। ঘটনা ঘিরেই উত্তাল এখন গোটা দেশ। উঠেছে একাধিক প্রশ্ন। কেন কিভাবে এই দুর্ঘটনা ঘটল সেটা নিয়েই চলছে কাটাছেঁড়া। এই আবহেই এবার ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ(TMC MP) সাগরিকা ঘোষ(Sagarika Ghosh)।
শনিবার রাতের নয়াদিল্লির(New Delhi )ঘটনা প্রসঙ্গে তৃণমূল সংসদ বলেছেন, ” প্রথমে নরেন্দ্র মোদী এবং তার বিজেপি কোনও পদদলিত হওয়ার কথা অস্বীকার করে। তারপর তারা এটিকে গুজব বলে। তারপর তারা স্বীকার করে যে কয়েকজন আহত। তারপর বিজেপিকে বাধ্য করা হয় যে কয়েকজন হতে পারে মারা গেছে। জুমলা দল এবং তার জুমলা সরকার বারবার মৃত্যু এবং ট্র্যাজেডি ঢেকে রাখছে এবং ভারতীয় নাগরিকদের জীবন নিয়ে নির্মমভাবে খেলছে। নয়াদিল্লি স্টেশনে পদদলিত হওয়ার মর্মান্তিক ঘটনায় মোদী সরকারের ন্যূনতম শাসন, সর্বাধিক প্রচার’ মন্ত্র আবারও উন্মোচিত হয়েছে। যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।” তবে শুধু তৃণমূল নয় বিজেপি বিরোধী বাকি দলগুলিও একই ভাবে আক্রমণ শানিয়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার জন্য নয়া দিল্লি রেল স্টেশনে ভিড় জমিয়েছিল বহু মানুষ। পুলিশ সূত্রে খবর মহাকুম্ভগামী বিশেষ ট্রেনের ঘোষণা করতেই যাত্রীদের ঢল নামে নয়াদিল্লি স্টেশনের ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে । আগে ট্রেনে ওঠা নিয়ে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান বেশ কিছু যাত্রী। আর তাদেরই মাড়িয়ে দিয়ে চলে যায় বাকিরা। মুহূর্তের মধ্যেই সেই বদলে যায় ভয়ঙ্কর পরিস্থিতিতে। সমস্ত কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছুটে আসে দমকল ও পুলিশ বাহিনী। সরকারি সূত্রে খবর অনুযায়ী, মৃতদের মধ্যে ৯ জন মহিলা, ৫ শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন।