Akal Bodhon: রামের অকালবোধনে স্বয়ং রাবণ-ই ছিলেন পুরোহিত! কী বলছে পুরাণ?

অফবিট

নিউজ পোল ব্যুরো: হিন্দুদের অন্যতম মহাকাব্য রামায়ণে (Ramayan) বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র (Shree Ram) হলেন নায়ক। রাক্ষসরাজ রাবণকে (Ravan) বধ করতে বসন্তকালের পরিবর্তে প্রথমবার শরৎকালে পুজো করেন তিনি। যা বর্তমানে অকাল বোধন (Akal Bodhon) নামে খ্যাত। কিন্তু জানেন কি এই পুজোতে পৌরহিত্য করেছিলেন স্বয়ং রাবণই। হ্যাঁ, তথ্যটি চমকে দেওয়ার মতই।

আরও পড়ুনঃ Maghi Purnima: বুদ্ধ পরিনির্বাণ ঘোষণা করেছিলেন, হিন্দুদের কাছে কেন তাৎপর্যপূর্ণ এই তিথি?

আসলে রাক্ষসরাজ হলেও রাবণের তুল্য ব্রাহ্মণ পণ্ডিত আর কেউ ছিল না ত্রেতা যুগে। তিনি এতটাই জ্ঞানী ছিলেন যে রাম স্বয়ং তাঁর ছোট ভাই লক্ষ্মণকে যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুর প্রতিক্ষা করা রাবণের কাছে নীতিজ্ঞান শেখানোর জন্য পাঠিয়েছিলেন। একইভাবে তাঁর তুল্য পুরোহিতও কেউ ছিলেন না সেযুগে।

রামের অকাল বোধনের (Akal Bodhon) জন্য পুরোহিত হিসাবে রাবণের নাম প্রথম উত্থাপন করেন প্রজাপতি ব্রহ্মা। তবে এর থেকেও চমকপ্রদ বিষয় হল, তাঁকে বধ করার সংকল্প নিয়ে রাম অকাল বোধন করছেন জেনেও রাবণ সেই দুর্গাপুজোর পুরোহিত হতে একবাক্যে রাজি হয়ে যান। এবং পুজোর সংকল্প করার সময় “রাবণস্য বধার্থায়…” বলে নিজের মৃত্যু কামনা পর্যন্ত করেন।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এ থেকেই বোঝা যায় রামায়ণে খলনায়ক হিসেবে দেখানো হলেও রাবণ বাস্তবিকই এক বিরাট হৃদয়ের অধিকারী ছিলেন। যদিও অকাল বোধনের (Akal Bodhon) এই বৃত্তান্ত বাল্মিকী রামায়ণে পাওয়া যায় না। বরং কৃত্তিবাসী রামায়ণে এর বিস্তারিত উল্লেখ আছে। এছাড়া দেবী ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণেও বর্ণিত এই বৃত্তান্ত। বলা হয়েছে, লঙ্কার বড় বড় বীরের যখন পতন হচ্ছে সে সময় দেবী দুর্গার স্তব করে তাঁর আশীর্বাদ লাভ করেছিলেন রাবণ। তাই রামচন্দ্রকেও যুদ্ধ জিততে দেবীকে সন্তুষ্ট করতে হত। তাই রামচন্দ্র অকালবোধন করেন।এছাড়া রাবণের নিজে থেকে রামের অকাল বোধনে (Akal Bodhon) পুরোহিত হতে চাওয়ার নেপথ্যে আরো দুটি ব্যাখ্যা রয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে, বৈকুণ্ঠে শ্রীবিষ্ণুর দুই দ্বাররক্ষী জয় এবং বিজয়কে ব্রহ্মার চার মানসপুত্র চতুর্কুমারের অভিশাপে তিনবার বিষ্ণু বা অবতারদের শত্রু হয়ে জন্মাতে হয়েছিল। রামায়ণের যুগে এই জয়-বিজয় এবং কুম্ভকর্ণ এবং রাবণরূপে জন্মগ্রহণ করেন। তাই তাঁরা নিজের আরাধ্য শ্রীহরির সপ্তম অবতার রাম হাতেই মৃত্যুবরণ করতে চেয়েছিলেন। তাছাড়া আরো একটি কাহিনী অনুযায়ী, রাবণ একবার দেবর্ষি নারদের কাছে জানতে পেরেছিলেন একমাত্র হরির হাতে বধ হলেই মোক্ষলাভ ঘটবে। তাই তিনি নিজেই হরির হাতে মরতে চেয়েছিলেন।