নিউজ পোল ব্যুরো: সদ্যই ছিল ভ্যালেন্টাইন্স ডে(Valentine’s Day)। এই উপলক্ষে কলকাতায় এখন প্রেমের বাতাস বইছে। এই মরসুমেই চুটিয়ে আনন্দ করছেন হ্যাপিলি ম্যারেড কাপল(Happily Married Couple) থেকে শুরু করে লাভবার্ডসরা। কেউ তার পছন্দের মানুষকে নিয়ে যাচ্ছেন ডিনার ডেটে, আবার কেউ বা তার সঙ্গীকে নিয়ে যাচ্ছেন মুভি ডেটে। বলাই বাহুল্য সবাই ভালোবাসার আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছে। কিন্তু এই প্রেমের মরসুমেই ঘর ভাঙতে চলেছে বিখ্যাত গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের(Anindya Chattopadhyay)। শোনা গিয়েছে তার সংসারে নাকি ফাটল ধরেছে। এই দাম্পত্য ভাঙনের খবর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের(Anindya Chattopadhyay) স্ত্রী মধুজা গত ১৮ আগস্ট নিজেই সোশ্যাল মিডিয়াতে(Social Media) জানিয়েছেন। খুব শীঘ্রই তারা বিচ্ছেদের জন্য আইনি পথের সাহায্য নেবেন।
তিলোত্তমা যখন বিভিন্ন ঘটনার প্রতিবাদে উত্তাল, তখন মধুজা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এক পংক্তি উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায়(Social Media) লেখেন – মিলনমালার আজ বাঁধন তো টুটবে ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। উধাও মনের আহা উধাও মনের পাখা মেলবি আয়।” তিনি আরও লেখেন ১৪ বছরের দাম্পত্য জীবন ছিল তাদের। কিন্তু আজ তিনি বড্ড ক্লান্ত। সব ঝামেলা ঝঞ্ঝাট থেকে বাঁচতে মুক্তির পথ খুঁজতে ২০১৯ সালে মধুজা তার ছেলের জুজুকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে(Mumbai) নতুন জীবন শুরু করেন। সম্পর্কের ভাঙন সত্বেও সন্তানের জন্য একসময় মিলিত হয়েছিল অনিন্দ্য ও মধুজা। যদিও তা ছিল সাময়িক। মধুজা জানিয়েছেন হাজার চেষ্টা করেও তাদের ভাঙা সম্পর্ক(Marriage Break) জোড়া লাগাতে পারেননি তারা। আজ তারা সত্যিই ব্যর্থ।
মধুজা সোশ্যাল মিডিয়াতে(Social media) লেখেন, “এই ভাঙনে অনিন্দ্য(Anindya Chattopadhyay) দুঃখ পেয়েছে খুব। আমিও পেয়েছি। তবে সত্যিটা মেনে নিয়েছি আমরা। এবার আইনি বিচ্ছেদের(Legal Divorce) পথে এগোচ্ছি আমরা। কিন্তু হ্যাঁ, আমাদের দাম্পত্য জীবনের ইতি হয়েছে, বন্ধুত্বে নয়। জুজুর মা-বাবা হিসেবে আমরা এখনো একসঙ্গে রয়েছি। দীর্ঘ দাম্পত্যের ইতি টানা সহজ নয়। কিন্তু দুজনেরই সম্মিলিত সিদ্ধান্তে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটলেও সন্তানকে কেন্দ্র করে বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করছেন। এখন শুধু সময়ই বলবে, এই নতুন সম্পর্কের সংজ্ঞা কীভাবে গড়ে উঠবে।