Earthquake: দিল্লি-বিহারে ভূমিকম্পের তীব্র কম্পন, কোথাও কোনো ক্ষয়ক্ষতি?

দেশ

নিউজ পোল ব্যুরো: একের পর এক ভূমিকম্পের (Earthquake) দাপটে কেঁপে উঠছে রাজধানী দিল্লি (Delhi)।ভোর হতে না হতেই কেঁপে ওঠে রাজধানী দিল্লি (Delhi),নয়ডা (Noida), ফরিদাবাদ (Faridabad), গাজিয়াবাদ (Ghaziabad), গুরুগ্রামের (Gurgaon) বিভিন্ন এলাকা।ভোর ৫.৩৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লির (Delhi)মাটি।আর তার কয়েক ঘন্টার মধ্যেই বিহারের সিওয়ানে রিখটার স্কেলে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প (Earthquake)অনুভূত হয়।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National centre for seismology)দেওয়া তথ্য অনুযায়ী,ভূমিকম্পের (Earthquake)গভীরতা ছিল ১০ কিলোমিটার। বিহারের ২৫.৯৩ উত্তর অক্ষাংশ ও ৮৪.৪২ পূর্ব দ্রাঘিমা বরাবর স্থানে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। তবে বিহারের ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

সপ্তাহের প্রথম দিনে এই ভূমিকম্পের (Earthquake)ফলে দিল্লিতে (Delhi)ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে খোলা জায়গায় চলে আসেন।একই পরিস্থিতি দেখা যায় বিহারেও (bihar)। দিল্লি এনসিআর-এ ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই,বিহারের সিওয়ান জেলায় রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।সকাল ৮.২৭ মিনিটে এটির উৎপত্তি হয়, এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এখন পর্যন্ত এই ভূমিকম্পে (Earthquake)কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দিল্লির রেলস্টেশনে (Rail Station)পদদলিত হয়ে মানুষের মৃত্যুর ঘটনা যা হরে আতঙ্ক তৈরী করেছে,তা আরও জোরালো হয়েছে। একই সময়ে বিহারেও একই ধরণের আতঙ্ক বিরাজ করছে। এসব ভূমিকম্পের ফলে অঞ্চলে অসংখ্য মানুষ উদ্বিগ্ন এবং আতঙ্কিত হয়ে পড়েছেন,যদিও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।