BSE NEWS: সোমবার বাজার খুলতেই সবার নজরে এই কোম্পানি

ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: মনে করা হয়েছিল সোমবার বাজার খুললেই শেয়ার মার্কেটে (Share Market) দারুণ ঝড় তুলবে আলপাইন হাউজিং ডেভেলপমেন্ট (Alpine Housing Developement)। কোম্পানির তরফ থেকেই এমনটা জানানো হয়েছিল। কিন্তু বাজার (BSE NEWS) খুলতে দেখা গেল উল্টোপূরাণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কখন‌ও পড়তে থাকল কখন‌ও উঠতে থাকল তাদের শেয়ারদর (Share Price)।

আরও পড়ুন: Maha Kumbh 2025: এই নিয়ে পঞ্চমবার, ফের মহাকুম্ভে অগ্নিসংযোগের ঘটনা

সম্প্রতি আলপাইন হাউজিং ডেভেলপমেন্টের পক্ষ থেকে তাদের তৃতীয় কোয়ার্টারের (Q3 ২০২৫) ফলাফল ঘোষণা করা হয়। সেখানে (BSE NEWS)দেখা যায় গত বছরের তুলনায় ৮০.৫৪ শতাংশ বেশি লাভবান (Profit)হয়েছে সংস্থা (Company)। প্রায় ২১.৫২ কোটি টাকা আয় হয়েছে। এক‌ই সঙ্গে একলাফে কোম্পানির প্রফিট‌ও ১২৮ শতাংশ বেড়ে হয়েছে ১.৭১ কোটি টাকা। অর্থ্যাৎ এবছর সংস্থার মুনাফা দ্বিগুন হয়েছে।

গত কোয়ার্টারের (Q2) সঙ্গে তুলনা করলে এবারে সংস্থার রাজস্ব (Reveneu) বেড়েছে ১২৮.২১ শতাংশ। এক‌ইসঙ্গে মুনাফাও বেড়েছে ২২৮.৮৫ শতাংশ। তবে সংস্থাটি ধারাবাহিকভাবে উন্নতি করলেও বিক্রয় এবং প্রশাসনিক (Sell and Administrative) খরচ গত ত্রৈমাসিককের তুলনায় হ্রাস পেয়েছে ৪.৫৫ শতাংশ। যদিও গত বছরের তুলনায় যা বৃদ্ধি পেয়েছে ১৮.৩১ শতাংশ।

এবার আসা যাক সংস্থাটির স্টক মার্কেট (Stock Market) পারফরম্যান্সের বিষয়ে। শেয়ার বাজারে (BSE NEWS)ওঠানামার মধ্য দিয়ে চলেছে তারা। গত এক সপ্তাহে কোম্পানি রিটার্ন (Return) দিয়েছে ০ শতাংশ, গত ৬ মাসে রিটার্ন এসেছে -১৭.৩৮ শতাংশ এবং সবমিলিয়ে এই বছরে এখনও পর্যন্ত রিটার্ন -৩.৬৪ শতাংশ।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

বর্তমানে বাজারে আলপাইন হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানির মূলধন ১৭৯.২৮ কোটি। ৫২ সপ্তাহে কোম্পানির স্টক সর্বোচ্চ দর পেয়েছে ১৯৪ টাকা এবং সর্বনিম্ন ৯৩.৮ টাকা। অর্থাৎ সংস্থাটির শেয়ারদরে (BSE NEWS) যে অস্থিরতা রয়েছে তার আভাস ছিল আগেই।