Maha Kumbh: ফের মহাকুম্ভে অগ্নিসংযোগের ঘটনা

দেশ

নিউজ পোল ব্যুরোঃ দিল্লির রেল ষ্টেশনের ঘটনার রেশ এখনও কাটেনি। মহাকুম্ভে (Maha Kumbh) যাওয়ার সময় রেলষ্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এর মধ্যেই ফের মহাকুম্ভে (Maha Kumbh) লাগল আগুন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/18MzwBd4fX/

জানা গিয়েছে সেক্টর ৮-এর মেলাপ্রাঙ্গনে ঘটল অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলবাহিনীর কর্মীরা। প্রয়াগরাজের(Prayagraj) মহাকুম্ভে পুণ্যস্নান শুরু হওয়ার পর থেকে এই নিয়ে পঞ্চমবারের জন্য আগুন লাগার ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার কুম্ভমেলার সেক্টর ৮-এর বজরঙ দাস মার্গে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ঘটনার জেরে কয়েকটি তাঁবুও পুড়ে গিয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/17/president-donald-trumps-decision-to-suspend-us-overseas-funding-could-result-in-millions-more-deaths-from-aids/

এর আগে শনিবার সন্ধ্যায় মহাকুম্ভ মেলা এলাকার একটি শিবিরের গুদামে আগুন লেগে সাতটি তাঁবু পুড়ে যায় এবং কম্বল ও খাদ্যশস্য সহ কিছু জিনিসপত্র পুড়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে সেই সময়ে কেউ আহত হয়নি। শনিবার মহা কুম্ভ এলাকার ১৯ নম্বর সেক্টরের একটি শিবিরে আগুন লেগেছিল বলেই জানা গিয়েছে। তবে বারবার কেন এই অগ্নি সংযোগের ঘটনা ঘটছে তা নিয়েই প্রশ্ন উঠছে। সেই সঙ্গেই যোগী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা।

এর আগে শনিবার সন্ধ্যায় মহাকুম্ভ মেলা এলাকার একটি শিবিরের গুদামে আগুন লেগে সাতটি তাঁবু পুড়ে যায় এবং কম্বল ও খাদ্যশস্য সহ কিছু জিনিসপত্র পুড়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে সেই সময়ে কেউ আহত হয়নি। শনিবার মহা কুম্ভ এলাকার ১৯ নম্বর সেক্টরের একটি শিবিরে আগুন লেগেছিল বলেই জানা গিয়েছে। তবে বারবার কেন এই অগ্নি সংযোগের ঘটনা ঘটছে তা নিয়েই প্রশ্ন উঠছে। সেই সঙ্গেই যোগী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা।