Firhad Hakim: গার্ডেনরিচ দুর্ঘটনার পর কঠোর পদক্ষেপ! কি হচ্ছে বেআইনি নির্মাণ নিয়ে?

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: এবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)কথা মতোই শুরু হয়ে গেল কাজ। কিছুদিন আগে কলকাতার (kolkata)মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ঘোষণা করেছিলেন যে রাজ্যজুড়ে বেআইনি নির্মাণ (illigal construction)বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এবার তাঁর কথা মেনে শুরু হয়ে গিয়েছে কাজ। শুধু কলকাতার পুরসভা (kolkata municipality)এলাকাতেই নয়, রাজ্যের অন্যান্য স্থানেও বেআইনি নির্মাণ প্রতিরোধে রাজ্য সরকার একটি স্টেট লেভেল বিল্ডিং কমিটি (এসএলবিসি) গঠন করেছে।

এই কমিটিতে মোট আটজন সদস্য রয়েছেন। কমিটির চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করা হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিবকে। এছাড়া খড়্গপুর আইআইটির (kharagpur IIT)বিশেষজ্ঞরাও এই কমিটিতে থাকছেন।এরইমধ্যে পুর দফতর কর্তৃক প্রকাশিত নির্দেশিকায় কমিটির কার্যক্রমের পরিধি নির্ধারিত হয়েছে। যে কোনো অঞ্চলে বেআইনি নির্মাণের (illigal construction) অভিযোগ উঠলে দ্রুত তা পর্যালোচনা করবে এই কমিটি। সাধারণ বা সামান্য ত্রুটিপূর্ণ নির্মাণও খতিয়ে দেখবে তারা। এছাড়া এই কমিটির সদস্যরা প্রযুক্তিগত সহায়তা এবং পরামর্শ প্রদান করবেন।প্রয়োজন পড়লে বিপদজ্জনক বা ঝুঁকিপূর্ণ নির্মাণগুলির জন্য সংশ্লিষ্ট বোর্ড অফ কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করা হবে এবং সমাধানের প্রস্তাবও দেওয়া হবে।

কমিটি কাজ শুরু করার পর, পুরদফতর এবং সংশ্লিষ্ট পুরসভাগুলি অঞ্চলভিত্তিক সমস্যা সমাধানের জন্য তাঁদের কাছ থেকে পরামর্শ চাইতে পারবে। অন্যদিকে রাজ্যজুড়ে বেআইনি নির্মাণের সমস্যা মেটাতে কমিটিকে নিয়মিত আপডেট থাকতে বলা হয়েছে।

এর আগে গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর কলকাতা পুরসভা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।সেই দুর্ঘটনার পর আরও বেশ কিছু হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া যায় শহরে, যা বেআইনি নির্মাণের ফলস্বরূপ হতে পারে। এর ফলে পুরসভার ওপর চাপ বাড়ছিল। ফিরহাদ হাকিম বেআইনি নির্মাণ প্রতিরোধে কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে কলকাতা পুরসভার প্রতিটি বরোর এগজিকিউটিভ ইঞ্জিনিয়াররা প্রতি ১৫ দিনে এলাকা পরিদর্শন করে বেআইনি নির্মাণের রিপোর্ট জমা দিচ্ছেন। এবার রাজ্যজুড়ে এই ধরণের বেআইনি নির্মাণ বন্ধ অর্থে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হল।