LIC: উপভোক্তাদের জন্য বড় ঘোষণা বীমা সংস্থার!

দেশ ব্যবসা-বাণিজ্য

নিউজ পোল ব্যুরো: জীবন বীমার ক্ষেত্রে,সবার আগে যে সংস্থার নাম মনে আসে তা হল এলআইসি (LIC)। এটি সব প্রজন্মের মানুষের কাছে পরিচিত,পুরোনো বা নতুন,শেয়ার বাজারে (Stock Market) অভিজ্ঞ বা অভিজ্ঞ নয় এমন সবাই। এলআইসিতে (LIC) বিনিয়োগ (Investment) যেন এক প্রকার পরিবারের নিয়ম হয়ে উঠেছে, আর যারা আয় করছেন তাদের জন্য এই নিয়মে কোনো ব্যতিক্রম নেই। বিনিয়োগকারীরা বলেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ (Investment) যেমন আপনার টাকাকে (money) হঠাৎ আকাশ ছোঁয়াতে পারে,তেমনি তা দ্রুত আপনার কষ্টের উপার্জনও শেষ করে দিতে পারে। তাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পাশাপাশি,এমন কিছু জায়গায় বিনিয়োগ করা উচিত,যেখানে বিনিয়োগ (Investment) করলে মাথায় কোনো চিন্তা থাকবে না।

এবার এলআইসি (LIC) তাদের বিনা ঝুঁকিতে ভালো রিটার্ন দেওয়ার প্রস্তাব আরো শক্তিশালী করেছে। সংস্থাটি সম্প্রতি একটি নতুন মার্কেটিং প্রযুক্তি প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা দিয়েছে,যা গ্রাহকদের জন্য এক নতুন সুবিধা নিয়ে এসেছে, যা গ্রাহকদের জন্য এক নতুন সুবিধা নিয়ে এসেছে। এলআইসি (LIC) এর প্রধান সিদ্ধার্থ মহন্তী জানিয়েছেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে আমাদের সংস্থা ডিজিটাল (Digital) দুনিয়াতে পা রেখেছে এবং এটি বিমা সেক্টরে এলআইসি (LIC)এর উপস্থিতি বিশ্বমঞ্চে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি, এজেন্টদের (Agent) সঙ্গে গ্রাহকদের যোগাযোগও আরও উন্নত হবে।’

এই নতুন উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘মার টেক’, যার অর্থ ‘মার্কেটিং টেকনোলজি’ (Marketing Technology)। এটি এলআইসি (LIC)এর প্রজেক্ট ডিভারের আওতায় তৈরি করা হয়েছে, এবং এর মাধ্যমে এজেন্টদের (Agent)সঙ্গে গ্রাহকদের সম্পর্ক আরও শক্তিশালী হবে,যা সাধারণ মানুষের জন্যও সুবিধাজনক হবে।