Donald Trump: ট্রাম্পের অনুদান স্থগিতের সিদ্ধান্তে AIDS-এ লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরোঃ গত ২০ জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই নিয়েছেন একধিক সব পদক্ষেপ। তাতেই কোনও দেশ উপকৃত হয়েছেন আবার কোনও দেশের মাথায় হাত পড়েছে। সেই সব সিদ্ধান্তের মধ্যেই রয়েছে বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক অনুদান দেওয়া স্থগিত রাখা। ট্রাম্পের এই সিদ্ধান্তে আশঙ্কাপ্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ।

জানিয়ে রাখা ভাল, আমেরিকা ইন্টারন্যাশনাল স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ (USAID) সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিতে আর্থিক অনুদান দিয়ে থাকে ।
সেটাই স্থগিত করার পর রবিবার রাষ্ট্রপুঞ্জের রোগ নিরাময় সংক্রান্ত অভিযানের প্রধান জানান, অনুদান বন্ধ হওয়ায় বিশ্বে কয়েক লক্ষ মানুষ এইডসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। বিষয়টি সম্পর্কে অবহিত মার্কিন সংস্থাটিও। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম সরকারি উন্নয়ন সহায়তা প্রদানকারী দেশ, যার বেশিরভাগ তহবিল মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID) এর মাধ্যমে পরিচালিত হয়। ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর তিন মাসের জন্য মার্কিন বিদেশী সহায়তার সিংহভাগ স্থগিত রাখার নির্দেশ দেন, যার ফলে বিশ্বব্যাপী মানবিক সহায়তা প্রদানকারীরা এই পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছেন। ইউএনএইডসের নির্বাহী পরিচালক উইনি বায়ানাইমা বলেছেন, “অনেক দেশেই এটি নাটকীয়। আমাকে সতর্ক করে দিতে হবে যাতে এটি স্পষ্ট হয় যে এটি (এইডস ত্রাণ তহবিলের) একটি বড় অংশ। যদি এটি চলে যায়, তাহলে মানুষ মারা যাবে।”

আরও পড়ুন :https://thenewspole.com/2025/02/17/again-a-group-of-7-people-targeted-a-lonely-elderly-person-in-kolkata-looting-everything/

উল্লেখ্য, মার্কিন পদক্ষেপে রাষ্ট্রপতির এইডস ত্রাণ পরিকল্পনা (PEPFAR) দ্বারা ৯০ দিনের জন্য সমস্ত কাজ স্থগিত করা হয়েছিল, যদিও তার পরে প্রশাসন এই কর্মসূচির অধীনে ওষুধের জন্য ছাড় জারি করেছিল। বিশ্বে এইডস নিরাময়ে কাজ করা একটি সংস্থা জানিয়েছে, প্রায় ২ কোটি এইডস রোগী মার্কিন ওই অনুদানে উপকৃত হতেন । সাহায্য পেতেন ২ লক্ষ মানুষ। আশঙ্কা করা হচ্ছে অনুদান বন্ধ হয়ে গেলে আগামী পাঁচ বছরে ৬০ লক্ষেরও বেশি মানুষ এইডসে মারা যাবেন। ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ (amfAR) এর একটি বিশ্লেষণ অনুসারে, এই প্রোগ্রামটি ২ কোটিরও বেশি এইচআইভি রোগী এবং ২,৭০,০০০ স্বাস্থ্যকর্মীকে সহায়তা করে। UNAIDS এর অনুমান উদ্ধৃত করে উইনি বায়ানাইমা বলেছেন, “আমরা পাঁচ বছরে দশগুণ বৃদ্ধি পেয়ে ৬.৩ মিলিয়নে পৌঁছাতে পারি অথবা আমরা একই সময়ে ৮.৭ মিলিয়ন পর্যন্ত নতুন সংক্রমণ বৃদ্ধি দেখতে পারি।” তবে ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানাচ্ছে, “জীবন রক্ষাকারী চিকিৎসা” স্থগিতাদেশের আওতামুক্ত থাকবে কিন্তু অন্যদিকে আফ্রিকার ফ্রন্টলাইন কর্মীরা বলছেন সুবিধাগুলি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে।