Advocate: জানুন দেশের সবথেকে বিখ্যাত আইনজীবীদের

দেশ

নিউজ পোল ব্যুরো: আইনজীবীর(Advocate) কাজ হল তাঁর মক্কেলের স্বার্থরক্ষা করা। মক্কেলের জন্য ন্যায়বিচার(Justice) নিশ্চিত করার ক্ষেত্রে একজন আইনজীবীর (Advocate) ভূমিকা গুরুত্বপূর্ণ। যাঁরা দক্ষতার সঙ্গে আদালতে মামলা লড়তে পারেন(India) এবং মক্কেলদের পছন্দসই রায় এনে দিতে পারেন, তাঁদের চাহিদা যেমন বেশি, পারিশ্রমিকও তত বেশি। সম্প্রতি একটি সমীক্ষায় দেশের সবচেয়ে ব্যয়সাপেক্ষ ও অভিজ্ঞ আইনজীবীদের (India) তালিকা প্রকাশিত হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BTXSeJqWu/

ফলি এস নারিম্যান(Fali S.Nariman) ভারতের একজন প্রখ্যাত সাংবিধানিক(Constitutional) বিশেষজ্ঞ। তাঁর সংবিধান বিষয়ক জ্ঞান অপরিসীম। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের(Political Leader) পক্ষে গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন এবং তাঁর সাফল্য তাঁকে এই ক্ষেত্রে এক শীর্ষস্থানীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। প্রতিটি সিটিংয়ের জন্য তিনি ৮ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক(Fees per Sitting) নেন। নারিম্যান সিন্ধু জল চুক্তি(Indus water treaty) নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারত সরকারের পক্ষে মামলা লড়েছিলেন এবং সাংবিধানিক সংশোধনীর(Constitutional Amendments) অনেক গুরুত্বপূর্ণ মামলায় যুক্ত ছিলেন। কর্পোরেট আইন(Corporate Law) বিশেষজ্ঞ হিসেবে হরিশ সালভের(Harish Salve) নাম শীর্ষে। দূরদর্শনের সম্প্রচার সত্ত্ব ও আম্বানী ভাইদের গ্যাস মামলার মতো ঐতিহাসিক মামলাগুলোতে তাঁর লড়াইয়ের কৌশল প্রশংসিত হয়েছে। সালভে প্রতি সিটিংয়ে ১২ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ভারতের সলিসিটর জেনারেল হিসেবে কাজ করেছেন। আন্তর্জাতিক বিচার(International Court of Justice) আদালতে কুলভূষণ যাদবের মামলাও তিনি লড়েছিলেন, যেখানে তাঁর পারিশ্রমিক ছিল মাত্র এক টাকা।

মুকুল রোহতগি(Mukul Rohatgi) তাঁর ৯০ শতাংশ সাফল্যের হার দিয়ে এক পরিচিত নাম। শীর্ষস্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়িক মামলায় তাঁর দক্ষতা প্রশ্নাতীত। প্রতিটি সিটিংয়ের জন্য তিনি ১০ থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক(Aryan Khasn Drug Case) মামলাতেও তাঁর আইনজীবী হিসেবে উপস্থিতি ছিল আলোচ্য বিষয়। জাতীয় কংগ্রেসের প্রখ্যাত নেতা ও দেশের অন্যতম সেরা আইনজীবী অভিষেক মনু(Abhishek Manu Singhvi) সিংভি। তাঁর ‘জাতীয় পতাকা মামলা’ আইনের ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত হয়। বলা হয়, তাঁর মামলাগুলোর সাফল্যের হার ১০০ শতাংশ। সিংভি প্রতিটি সিটিংয়ের জন্য ৮ থেকে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। কপিল সিব্বল(Kapil Sibal) ভারতীয় রাজনীতির পাশাপাশি আইনজগতেও এক গুরুত্বপূর্ণ নাম। সাংবিধানিক অধিকার, বাকস্বাধীনতা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক মামলায় তাঁর লড়াইয়ের কৌশল প্রশংসিত। তাঁর অভিজ্ঞতা তাঁকে বাকিদের থেকে এগিয়ে রেখেছে। প্রতিটি সিটিংয়ের জন্য তিনি ৮ থেকে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এই সব ব্যয়সাপেক্ষ(Expensive) ও দক্ষ আইনজীবীরা(Famous Lawyers of India) শুধুমাত্র আইনি লড়াইয়ের জন্য নয়, বরং তাঁদের সাফল্যের মাধ্যমে দেশের আইনি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।