Morne Morkel: দল ছাড়লেন মর্নে মর্কেল, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাথায় হাত টিম ইন্ডিয়ার

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ (Pakistan vs New Zealand) দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) শুরু হচ্ছে বুধবার। ভারত নামবে বৃহস্পতিবার। উল্টোদিকে থাকবে বাংলাদেশ (Bangladesh)। কিন্তু তার আগে দলের বোলিং কোচ (Bowling Coach) দুবাই (Dubai) ছাড়লেন। জানা গিয়েছে ব্যক্তিগত কারণে (Personal Reason) দক্ষিণ আফ্রিকা (South Africa) ফিরে গেছেন মর্নে মর্কেল (Morne Morkel)। শনিবার ভারতীয় দলের (Indian Cricket Team) সঙ্গেই দুবাই এসেছিলেন তিনি। রবিবার দলের অনুশীলনেও (Practice Session) যোগ দেন। কিন্তু সোমবার অনুশীলনে তাঁকে দেখা যায়নি।

আরও পড়ুন: Relay Cycling: এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে শুরু হল সাইকেল যাত্রা

একটি সূত্র মারফত জানা যাচ্ছে মর্নে মর্কেলের (Morne Morkel) বাবা অ্যালবার্ট মর্কেল (Albert Morkel) প্রয়াত হয়েছেন। সেই কারণেই তড়িঘড়ি দেশে ফিরে গেছেন তিনি (Morne Morkel)। তাঁর ফেরার ব্যাপারে নিশ্চিত কোন খবর নেই এখনও। ভারতীয় দলে তিনজন পেসার রয়েছেন। যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চোটের কারণে ছিটকে যাওয়ায় দায়িত্ব বেড়েছে মহম্মদ শামি (Mohammed Shami), অর্শদীপ সিং (Arshdeep Singh) এবং হর্ষিত রানার (Harshit Rana)। শামি অভিজ্ঞ হলেও অর্শদীপ এবং হর্ষিত তরুণ। এখন মর্কেলের (Morne Morkel ) অনুপস্থিতিতে তাদেরকে সামলাতে হবে শামিকেই।

রবি ও সোম পরপর দুদিন অনুশীলন করার পর মঙ্গলবার অনুশীলন করেনি ভারতীয় দল (Team India)। বুধবার ফাইনাল প্র্যাকটিস করবে গুরু গম্ভীরের (Coach Gambhir) ছেলেরা। সোমবারের অনুশীলনে সবথেকে বড় আশার আলো ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। রবিবার অনুশীলনের সময় হার্দিক পান্ড্যর (Hardik Pandya) একটি জোরালো শট এসে লাগে পন্থের বাঁ হাঁটুতে (Left Knee)। ২০২২ সালে গাড়ি দুর্ঘটনার (Car Accident) কবলে পড়ে যে হাঁটুতে অস্ত্রোপচার (Knee Surgery) হয়েছিল তাঁর। রবিবার আঘাত লাগার পর খোঁড়াতে দেখা গিয়েছিল তাঁকে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

সোমবার পন্থকে (Rishabh Pant) বেশ ছন্দে দেখা যায়। তাঁর হাঁটুতে কোন স্ট্র্যাপ ছিল না। টিম বাস থেকে নেমে ভক্তদের সঙ্গে সেলফি (Selfie) তোলেন পন্থ। অটোগ্রাফের (Autograph) দাবিও মেটান। যদিও নেটে সেভাবে ব্যাট করেননি তিনি। কিছুক্ষণ শ্যাডো প্র্যাকটিস (Shadow Practice) করেন খালি। ফিল্ডিং প্র্যাকটিসের সময়‌ও সতর্ক ছিলেন তিনি। বেশি উঁচুর ক্যাচ ধরতে দেখা যায়নি তাঁকে। বৃহস্পতিবার খেলার জন্য তিনি তৈরি কিনা তা সময়‌ই বলবে।