নিউজ পোল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষায় (HS 2025) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল স্মার্ট ফোন (Smartphone) বা যেকোনো প্রকার অত্যাধুনিক গ্যাজেটকে (Electric Gadgets)। পরীক্ষার হলে বেলাগাম অনিয়ম এবং অসদুপায় অবলম্বন রুখতেই এই নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যে নির্দেশ অমান্য করলে কোনও পরীক্ষার্থীকে কঠোরতম শাস্তি দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ Supreme Court: শুনানিতে উপস্থিত নেই আইনজীবীই, রাজ্যের বিরুদ্ধে মামলায় সিবিআইকে ভর্ৎসনা আদালতের
সোমবার উক্ত বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন,পরীক্ষা (HS 2025) চলাকালীন স্মার্টফোন এবং যেকোনো ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করা এমনকি পরীক্ষা কেন্দ্রে সেসব নিয়ে ঢোকার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো পরীক্ষার্থী এই নির্দেশ অমান্য করলে বা তার কাছ থেকে কোনো গ্যাজেট উদ্ধার হলে এই বছরের মত তার আর পরীক্ষায় বসা হবে না। পরের বছর পরীক্ষায় বসতে তাকে নতুন করে আবেদন করতে হবে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
একটি পরীক্ষার্থীর এক বছর নষ্ট হওয়া মানে তার কেরিয়ার কিছুটা হলেও অনিশ্চয়তার দিকে চলে যাওয়া। এই ঘটনায় কেরিয়ার বরবাদ হওয়ার নজিরও নেহাত কম নেই। তবু শিক্ষাক্ষেত্রে লাগামছাড়া অনিয়ম রুখতে এই পথই বেছে নিতে হচ্ছে কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS 2025) হলে ঢোকার সময় মেটাল ডিটেক্টরের তল্লাশির মধ্যে মধ্যে দিয়ে যেতে হবে। এবং যে পরীক্ষাগুলিতে ক্যালকুলেটরের প্রয়োজন রয়েছে, শুধুমাত্র সেই পরীক্ষার দিনই সংসদের ঠিক করে দেওয়া ক্যালকুলেটর নিয়ে যেতে পারবে ছাত্র-ছাত্রীরা। অন্য কোনো ক্যালকুলেটর নিয়ে গেলেও উক্ত পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হবে।