নিউজ পোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও টেসলা প্রতিষ্ঠাতা ইলন মাস্ক (Elon Musk) এর বৈঠকের কিছুদিন পরেই ভারতে টেসলা (Tesla) সংস্থার নতুন নিয়োগ(Tesla In India) প্রক্রিয়া শুরু হয়েছে। গত সোমবার থেকে লিঙ্কডইন (LinkedIn) প্ল্যাটফর্মে ১৩টি বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। মুম্বাই (Mumbai) এবং দিল্লি (Delhi) ভিত্তিক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এই নিয়োগে। টেকনিশিয়ান, গ্রাহক পরিষেবা ম্যানেজার, ডেলিভারি স্পেশ্যালিস্টসহ বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।
তবে এই নিয়োগের পেছনে আরও একটি বড় প্রশ্ন উঠছে। টেসলা কি সত্যিই ভারতে(Tesla In India) ব্যবসা শুরু করতে যাচ্ছে? এর আগে ইলন মাস্ক(Elon Musk) ভারতীয় বাজারে প্রবেশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও নানা প্রতিবন্ধকতার কারণে সেই পরিকল্পনা কার্যকর হয়নি। দীর্ঘদিন ধরে টেসলা ভারতে গাড়ি উৎপাদন (electric vehicle manufacturing) বা কারখানা স্থাপনের কথা ভাবলেও প্রধান বাধা ছিল ভারতে আমদানি শুল্ক (import duties)। ভারতে ৪০ হাজার ডলার(Dollar) বা তার বেশি দামের গাড়ির উপর ৭০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়, যার ফলে টেসলার গাড়ির(Tesla In India) দাম প্রায় ৫০ লক্ষ টাকা হয়ে দাঁড়ায়। এই কারণে টেসলা ভারতে ব্যবসা শুরু করতে বারবার পিছিয়ে গিয়েছে। তবে চলতি বছরের প্রথম দিকে ভারতের কেন্দ্রীয় সরকার বৈদ্যুতিক গাড়ির জন্য শুল্ক নীতি (import duties on electric vehicles) নিয়ে কিছুটা সুর নরম করায়, টেসলা আবারও ভারতে(Tesla in India) নিজেদের সম্ভাবনা নিয়ে ভাবতে শুরু করেছে। গত বছর, ইলন মাস্ক জানিয়েছিলেন যে তিনি ভারতীয় বাজারে ব্যাপক সম্ভাবনা দেখতে পাচ্ছেন। ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রি(Electric Car) অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি হতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) গত আমেরিকা সফরেও টেসলার প্রধান ইলন মাস্কের(Elon Musk) সঙ্গে একটি বৈঠক হয়েছিল, যা ভারতীয় মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। যদিও সেই বৈঠক সম্পর্কে সরকারিভাবে তেমন কিছু জানানো হয়নি, তবে ইলন মাস্ক সেই বৈঠককে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেছিলেন। এর কিছুদিন পরেই, টেসলা ভারতের(Tesla in India) বাজারে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে অনুমান করা হচ্ছে। এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে টেসলা ভারতের বাজারে(Tesla in India) নিজেদের অবস্থান আরও দৃঢ় করার চেষ্টা করছে, যা ভারতে বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে।