নিউজ পোল স্পোর্টস ব্যুরো: বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে রোহিত শর্মার ভারত (Indian Cricket Team)। এদিকে এরই মধ্যে জানা যাচ্ছে, বিতর্কের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ পর্যন্ত পাকিস্তানের নাম লেখা জার্সি পরেই খেলতে হবে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুনঃ Dubai Pitch: দুবাইয়ে ব্যবহৃত পিচে পাঁচ স্পিনার নিয়ে সমস্যায় ভারত?
কোনো আইসিসি প্রতিযোগিতা চলাকালীন অংশগ্রহণকারী দলগুলির জার্সিতে আয়োজক দেশের নাম লেখা থাকে। এটাই বরাবরের নিয়ম। কিন্তু প্রশ্ন ছিল, ভারত কি নিজেদের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে দিতে চাইবে? সেই জল্পনার অবসান ঘটে গেল সোমবার। এদিন প্রকাশ্যে এসেছে ভারতীয় দলের নয়া জার্সি। এই জার্সি গায়ে দিয়েই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) মাঠে নামবেন রোহিত-কোহলিরা।
নয়া জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) আয়োজক হিসেবে পাকিস্তানের নাম লেখা থাকতে দেখা গিয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত পাকিস্তানের নাম জার্সিতে রাখতেই হল ভারতীয় বোর্ডকে (BCCI)। এর আগে যে প্রসঙ্গে রীতিমত আপত্তি জুড়েছিল তারা। ভারতের চাপে পড়েই আইসিসিকে এবারে চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে করতে হচ্ছে। পাকিস্তানে দল পাঠাবে না, এ দাবিতে শুরু থেকেই অনড় ছিল বিসিসিআই। শেষ পর্যন্ত ভারতের দাবি মেনে নিতেই হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এবং পাকিস্তান বোর্ডকে (PCB)। ভারতের সব ম্যাচগুলিই আয়োজিত হবে দুবাইয়ে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
কিন্তু শুধু হাইব্রিড মডেলেই সন্তুষ্ট থাকতে চায়নি ভারত। পাকিস্তানকে সবদিক থেকেই কোণঠাসা করতে ফটো সেশনের জন্য অধিনায়ক রোহিতকে পড়শী দেশে পাঠায়নি বোর্ড। যার ফলে অনুষ্ঠানটিই বাতিল করে দিতে হয় আইসিসিকে। এরপর জার্সিতে পাকিস্তানের নাম লেখানোর বিষয়েও আপত্তি ছিল ভারতীয় বোর্ডের। কিন্তু সে আপত্তি শেষ পর্যন্ত ধোপে টিকল না। ফলতঃ পাকিস্তানের নাম লেখা জার্সি পড়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে টিম ইন্ডিয়াকে।