নিউজ পোল ব্যুরো: মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, চাঁদ (Moon) সারাদিন তুলার রাশিতে (Libra) অবস্থান করবে। বৈদিক পঞ্জিকা অনুসারে, মঙ্গলবার (Tuesday) ফাল্গুন মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি থাকবে। ষষ্ঠী তিথি সম্পূর্ণ রাত (night) পর্যন্ত বজায় থাকবে। তারপর কৃষ্ণা সপ্তমী তিথি শুরু হবে। জ্যোতিষ (Astrology) অনুযায়ী, মঙ্গলবার (Tuesday) কিছু রাশির জাতকদের জীবনে সুখ ও সাফল্য আসবে। দেখে নেওয়া যাক, কোন রাশির (Horoscope) জাতকরা ভাগ্যবান হতে চলেছেন।
মেষ (Aries): বৃদ্ধি যোগের শুভ প্রভাবে মেষ (Aries)রাশির জাতকরা যেকোনো কাজ শুরু করলে তাতে সাফল্য পাবেন। যেকোনো আটকে থাকা কাজ (Work) সেরে ফেলতে পারবেন এবং ছোট বাচ্চাদের সঙ্গে আনন্দঘন সময় (Happy moment) কাটানোর সুযোগ পাবেন। চাকরি (job) বা ব্যবসায় (Business) কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। মেষ রাশির জাতকরা সুখবর পেতে পারেন।
মিথুন (Gemini): মঙ্গলবার মিথুন (Gemini) রাশির জাতকরা সৌভাগ্যের সঙ্গী হবেন। তাদের মানসিক শক্তি (Mental Strength) থাকবে এবং বাবা-মায়ের আশীর্বাদও (blessing) পেতে পারেন। যারা সিঙ্গেল (Single) তারা বিশেষ কাউকে পেতে পারেন। রবি যোগের প্রভাবে তাদের আর্থিক (Financial) অবস্থায় উন্নতি হবে এবং মনও আনন্দিত (happy) থাকবে।
সিংহ (Leo): চিত্রা নক্ষত্রের প্রভাবে সিংহ (Leo) রাশির জাতকরা নানা দিক থেকে সাফল্য লাভ করবেন। তারা নিজেদের লক্ষ্যের দিকে আরও এগিয়ে যাবেন এবং অন্যদের সাহায্য করতে সক্ষম হবেন। সমাজে (Social) তাদের জনপ্রিয়তা (popularity) ও সম্মান (respect) বাড়বে। ব্যবসায় (business) সিংহ (Leo) রাশির জাতকরা সফলতা ও সমৃদ্ধি লাভ করবেন।
তুলা (Libra): বৃদ্ধি যোগের প্রভাবে তুলা (Libra) রাশির জাতকদের জন্য মঙ্গলবার (Tuesday) খুব লাভজনক দিন। তারা সব ক্ষেত্রেই ফলপ্রসূ ফল পাবেন। ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে এবং পরিবারে (family) শান্তি (Peace) ও সুখ বজায় থাকবে। বাবা-মা পিতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্ক (relation) আরো ভালো হবে এবং নিজের কাজে অধিক মনোযোগ দিতে পারবেন।
ধনু (Sagittarius): মঙ্গলবার ধনু (Sagittarius)রাশির জাতকরা বজরংবলীর (Bajrangbali) আশীর্বাদে আর্থিক সৌভাগ্য পাবেন। অনেকদিন পর তারা পাওনা টাকা ফেরত পেতে পারেন। বাবার সাহায্যে কিছু দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হতে পারে। আত্মীয়দের কাছ থেকে শুভ সংবাদ (good news) পেতে পারেন এবং জীবনে একজন বিশেষ মানুষ আসতে পারে।