Halishahar-Naihati Rail Infrastructure: হালিশহর-নৈহাটি রেলপথে আধুনিকীকরণ সম্পন্ন, বাড়বে গতি ও নিরাপত্তা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিয়ালদহ রেলওয়ে ডিভিশনের তরফে জানানো হয়েছে যে, হালিশহর-নৈহাটি রেলপথে(Halishahar-Naihati Rail Infrastructure) একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের আগেই সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের আওতায় পয়েন্ট নম্বর ১৫৮A/১৫৯ আধুনিক প্রযুক্তি (modern technology) ব্যবহার করে আপগ্রেড করা হয়েছে। ভারী রেল (heavy rail) বসানোর মাধ্যমে ট্র্যাকের নবীকরণ ও ভূমি পুনর্গঠন (land modification) করা হয়েছে, যা ট্রেন চলাচলের নিরাপত্তা, গতি এবং নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে। পুরনো পয়েন্ট প্রতিস্থাপন (point replacement) করে নতুন প্রযুক্তির পয়েন্ট বসানো হয়েছে, যা ট্রেন চলাচল আরও মসৃণ (Halishahar-Naihati Rail Infrastructure) করবে। প্রচলিত ৫২ কেজি রেলের পরিবর্তে ৬০ কেজি রেল (60 kg rail) বসানো হয়েছে, যা ট্র্যাকের শক্তি ও স্থায়িত্ব বৃদ্ধি করে দ্রুতগতির ট্রেন চলাচলের জন্য সহায়ক হবে।

ভূমি সংশোধনের মাধ্যমে (land correction) ট্র্যাক স্থাপনা মসৃণভাবে সম্পন্ন হয়েছে, যা যাত্রীদের আরও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে। প্রকল্পের নতুন ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থা (signaling system) দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা (maintenance and safety) নিশ্চিত করবে। সিগন্যাল ব্যর্থতার সম্ভাবনা (signal failure risk) উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় ট্রেন চলাচল আরও নিরবচ্ছিন্ন (Halishahar-Naihati Rail Infrastructure) হবে। আধুনিক সিগন্যালিং ও উন্নত পয়েন্ট প্রযুক্তি (advanced point technology) যাত্রীদের বিলম্ব ও ব্যাঘাতের সমস্যা থেকে মুক্তি দেবে। ভারী রেল ও আধুনিক প্রযুক্তির প্রয়োগে ট্রেনের গতি বৃদ্ধি পাবে, ফলে যাত্রার সময় (Halishahar-Naihati Rail Infrastructure) হ্রাস পাবে এবং পরিষেবা আরও সময়ানুবর্তী হবে।

ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) দীপক নিগম বলেন, “হালিশহর-নৈহাটি সেকশনের এই উন্নয়নমূলক প্রকল্প নিরাপত্তা ও দক্ষতার (efficiency) ক্ষেত্রে এক বিশাল অগ্রগতি। ভারী রেল, আধুনিক পয়েন্ট প্রযুক্তি ও ভূমি উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ট্রেন চলাচলের গতি ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে(Halishahar-Naihati Rail Infrastructure)। পাশাপাশি সিগন্যাল ব্যর্থতার ঝুঁকি কমে যাওয়ায় যাত্রীদের আর বিলম্বের সম্মুখীন হতে হবে না।” বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই প্রকল্প নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট দলগুলোর নিষ্ঠা ও দক্ষতা (Halishahar-Naihati Rail Infrastructure) এই সাফল্যের মূল কারণ।