India-Bangladesh: গঙ্গা জলবণ্টন চুক্তি নবীকরনের প্রস্তুতি,সার্ক নিয়ে নতুন পরিকল্পনা

দেশ

নিউজ পোল ব্যুরো: বাংলাদেশ (Bangladesh) ভারতের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির (Water distribution agreement)নবীকরণে আগ্রহী এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার জন্য ভারতের সহযোগিতা চাইছে। সম্প্রতি ওমানের মাস্কট শহরে বাংলাদেশের (Bangladesh) বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S. Jayshankar) মধ্যে একটি গুরুতূপূর্ণ (Important) বৈঠক (Meeting) অনুষ্ঠিত হয়। এই বৈঠকে (India-Bangladesh)গঙ্গা জলবণ্টন চুক্তি এবং সার্ক নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকটি (Meeting) অনুষ্ঠিত হয় গত রবিবার অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের পার্শ্ববৈঠকে,যেখানে জয়শঙ্কর এবং তৌহিদ দুজনেই উপস্থিত ছিলেন।

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jayshankar) পরবর্তীতে এই বৈঠকের ছবি সোশাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে জানান, আলোচনায় উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্কের (Bilateral relations) ওপর গুরুত্ব আরোপ করেছে এবং বঙ্গোপসাগরীয় দেশগুলির মধ্যে বিমসটেক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে চুক্তি (Agreement) নবীকরণের বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কোথাও উঠে এসেছে। উল্লেখ্য যে, ১৯৯৬ সালে গঙ্গা জলবণ্টন চুক্তি (Water sharing agreement) স্বাক্ষরিত হওয়ার পর তার মেয়াদ ২০২৬ সালে শেষ হবে।

আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) দিল্লি সফরের সময় চুক্তি নবীকরণের জন্য যৌথ কারিগরি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন, তবে বর্তমানে বাংলাদেশে (Bangladesh) সরকারের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন চলাকালীন ,বাংলাদেশ (Bangladesh) ভারতের কাছ থেকে গঙ্গা চুক্তি নবীকরনের ব্যাপারে পুনরায় আলোচনা চেয়ে আবেদন করেছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং (Challenging) হলেও,উভয় দেশই একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী।