নিউজ পোল ব্যুরো: উপার্জন করেন লক্ষ টাকা কিন্তু সঞ্চয়ের ঘরে ব্যালেন্স একেবারে জিরো। বলা ভালো একেবারে বিগ জিরো। মাস শেষ হলেই পকেটের অবস্থা হয়ে দাঁড়ায় ‘ভাঁড়ে মা ভবানী’। অথচ ১ তারিখ আসলেই আবার উপার্জন লক্ষ্য টাকা। কিন্তু কেন? এই কেন’র উত্তর পেতেই পড়ুন প্রতিবেদনটি। অর্থ উপার্জন যেমন কঠিন ঠিক তেমনি অর্থ সঞ্চয় করাও কঠিন(hard to earn money)। এমন অনেকেই আছেন যারা খুব সহজেই অর্থ খরচ করে ফেলেন, আবার এমনও লোকের সংখ্যাও লক্ষণীয় যারা অর্থ সঞ্চয় করতে জানে। যারা খুব সহজেই অর্থ খরচ করে ফেলেন(Spending habits) তাদের ভিতর এমন মনোভাবও দেখা যায়- যদি আরও কিছু থাকত তাহলে বেশ হত। কিন্তু যারা অর্থ সঞ্চয় করতে পারেন তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময়েই দেখা গিয়েছে যে তারা অর্থ সঞ্চয়ের প্রবল চেষ্টা করেছেন(Kakeibo Money Saving Method)। কিন্তু শেষমেশ তা করতে অক্ষম হয়েছেন। কিন্তু আপনি আপনার এমন অভ্যাসকে খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কথা বলছি ‘কাকিবো’ র বিষয়(Kakeibo Money Saving Method)। এটি একটি জাপানি পদ্ধতি যার সাহায্যে আপনি আপনার অর্থ খুব সহজেই সঞ্চয় করতে পারবেন। একশো বছরেরও পুরোনো এই নীতি(Kakeibo Money Saving Method) অর্থ সঞ্চয় করতে আপনাকে সাহায্য করবে।
কাকিবো(Kakeibo Money Saving Method) পদ্ধতিতে মূলত চারটি প্রশ্ন থাকে। তা হল:
১) আপনার কাছে কত টাকা আছে?- অর্থাৎ এই প্রশ্নের অর্থ হল আপনার বার্ষিক উপার্জন কত।
২) আপনি কত টাকা জমাতে চান?- আপনি প্রতি মাসে বা বছরে কত টাকা করে জমাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
৩) আপনি কতটা খরচ করছেন?- মাসে কোন কোন খাতে আপনার কেমন কি খরচ করা তার একটা তালিকা তৈরি করা।
৪) আরও ভালোভাবে সঞ্চয় করবেন কিভাবে?- কীভাবে এবং কোন ক্ষেত্রে আপনি আপনার খরচ কমাতে পারেন তা খতিয়ে দেখা।
এবার দেখার বিষয় এই ‘কাকিবো'(Kakeibo Money Saving Method) পদ্ধতি অর্থ সঞ্চয় কীভাবে সাহায্য করবে?
আধুনিক যুগে মাসিক বা বার্ষিক খরচাপাতির হিসেবে খুব সহজেই আমাদের মোবাইল অ্যাপগুলোর(Mobile Apps) মাধ্যমে খুব সহজেই হিসাব রাখা যায়। কিন্তু কাকিবোর(Kakeibo Money Saving Method) নিয়ম হল হাতে লিখে খরচাপাতির হিসেব রাখা। হাতে লিখে খরচাপাতির হিসেব রাখলে আপনার মনেও থাকবে ভালোমতো। কাকিবোর(Kakeibo Money Saving Method) নিয়ম অনুযায়ী মাসিক খর্চাগুলিকে চারভাগে ভাগ করা হয়। এতে করে অপ্রয়োজনীয় খরচ খুব সহজেই চিহ্নিত করা যায়। ভাগগুলি হল, বাঁচার জন্য জরুরি খরচ যেমন খাবার ওষুধ, বিকল্প খরচ যেমন মনোরঞ্জন, বাইরের রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, সাংস্কৃতিক বা বৌদ্ধিক খরচ যেমন বই, গানবাজনা, হটাৎ প্রয়োজনে(Kakeibo Money Saving Method) কোনো খরচ যেমন হটাৎ কোনো অসুখ করলে বা বাড়িতে কোনো খারাপ ঘটনা ঘটলে তার জন্য খরচ।
আমাদের অভ্যাস রয়েছে হঠাৎ কিছু পছন্দ হয়ে গেলে আমরা আবেগে ভেসে তা কিনে ফেলি। এই মানসিকতায় পরিবর্তন আনবে কাকিবো(Kakeibo Money Saving Method) পদ্ধতি। কাকিবোর এক বিশেষ মন্ত্র হল এই পদ্ধতি আপনাকে খুব সহজভাবে অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে। তাতে কোনো কড়াকড়ি থাকবেনা। তাই এইসব কিছু মাথায় রেখে নির্দ্বিধায় অবলম্বন করুন কাকিবো পদ্ধতি(Kakeibo Money Saving Method)। আর এই পদ্ধতি আপনিও খুশি আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।