নিউজ পোল ব্যুরো: অত্যন্ত আশঙ্কাজনক খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস (Pope Francis)। ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু (Priest)বর্তমানে নিউমোনিয়ায় (Pneumonia) আক্রান্ত। ইতালির (Italy) রোমের জেমিল্লি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে,যেখানে একাধিক শারীরিক পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। ফুসফুসের সংক্রমণ ছাড়াও একাধিক শারীরিক জটিলতা তার শারীরিক অবস্থাকে উদ্বেগজনক (worrying)করে তুলেছে।
পোপ ফ্রান্সিস যিনি ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের (Catholic Church) প্রধান,এর আগে একাধিকবার হাসপাতালে (Hospital) ভর্তি হয়েছেন। ২১ বছর বয়সে তার একটি ফুসফুসের অংশ বাদ দিতে হয়েছিল,যা তাকে দীর্ঘদিন ধরেই সমস্যায় ফেলেছিল। সম্প্রতি,তার শ্বাসনালিতে সমস্যার কারণে তাকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়। সিটিস্ক্যানের মাধ্যমে তার দুটি ফুসফুসেই নিউমোনিয়ার উপস্থিতি ধরা পড়ে এবং বুকের এক্স-রে ও অন্যান্য পরীক্ষা রিপোর্টও বেশ উদ্বেগজনক ছিল।
ভ্যাটিকান (Vatican) জানিয়েছে যে, পোপের (Pope) শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় কিছু পরিবর্তন (Change) আনা হয়েছে। তবে,তার মানসিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অসংখ্য ভক্ত তার জন্য ভালোবাসা (Love)ও শুভেচ্ছা (Greetings) জানিয়েছেন,যা পোপকে (pope) গভীরভাবে আপ্লুত করেছে। অসুস্থতার কারণে পোপের (Pope) পূর্বনির্ধারিত বেশ কিছু অনুষ্ঠান বাতিল হওয়ায় সেখানে নিজের লেখা বক্তব্য পাঠাচ্ছেন পোপ।
বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা তার ভক্তরা পোপের (Pope) দ্রুত সুস্থতা কামনা করছেন। পোপ ফ্রান্সিস (Pope Francis) তার উদারপন্থী মনোভাব এবং জনগণের প্রতি তার নিবিড় সম্পর্কের (relation) জন্য বিশেষভাবে পরিচিত। তিনি কখনও ভ্যাটিকানের (Vatican) বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন,যা তাঁকে ভক্তদের (Fans) মধ্যে আরও জনপ্রিয় (Popular) করে তুলেছে। তার অসুস্থতা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেলেও,আশাবাদী তার সুস্থতার জন্য।