Delhi Chief Minister: লক্ষ্মীবারে ঐতিহাসিক জায়গায় হবে দিল্লির মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ

দেশ

নিউজ পোল ব্যুরোঃ দিল্লিজুড়ে এখন সাজোসাজো রব। ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি(BJP)। আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Delhi CM) অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) পরাজিত হয়েছেন। এটা বিজেপির কাছে বড় সাফল্য। তবে নির্বাচনে জয়ী হলেও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ(Delhi CM Face) ঠিক হয়। কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী সেটাই আজ ঠিক হতে পারে বলে সূত্রে খবর মিলেছে। তবে দিল্লির মুখ্যমন্ত্রীর(Delhi Chief Minister) মুখ ঠিক না হলেও কোথায় কেমনভাবে হবে মেগা শপথগ্রহণের অনুষ্ঠান তা সবটাই ঠিক হয়ে গিয়েছে।

২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরে আসার ১১ দিন পর, বিজেপি বুধবার নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণের জন্য একটি আইনসভা দলের বৈঠক করবে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ঐতিহাসিক রামলীলা ময়দানে(RamlilaMaidan) মনোনীত মুখ্যমন্ত্রী শপথ নেবেন। দিল্লির নবনির্বাচিত বিধায়করা মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার পর, রাজ নিবাসে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করবেন এবং ক্ষমতা হাতে নেওয়ার দাবি জানাবেন। জানিয়ে রাখা ভালো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরের কারণে দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় বিলম্ব হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রী দলের সদর দফতরে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/19/champions-trophy-2025-almost-like-carbon-copy-of-the-edition-of-2008/

আজ বুধবার সন্ধ্যায় বৈঠক বসবে বলেই সূত্রে জানা গিয়েছে। যেসব নাম নিয়ে আলোচনা চলছে, তাদের মধ্যে রয়েছেন পরবেশ ভার্মা(Pravesh Verma)। , যিনি নয়াদিল্লি থেকে তিনবারের বিধায়ক এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেছেন, প্রাক্তন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত, রেখা গুপ্ত, আশীষ সুদ, সতীশ উপাধ্যায় এবং জিতেন্দ্র মহাজন। এছাড়া ভাসছে দিল্লি বিজেপির সাংগঠনিক দায়িত্ব সামলানো সতীশ উপাধ্যায়ের (Satish Upadhyay) নামও। আবার কেউ কেউ বলছেন, আম আদমি পার্টি’র প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনার (Atishi Marlena) বিকল্প হিসাবে কোনও মহিলা মুখকেই দিল্লিতে পরবর্তী মুখ্যমন্ত্রী (Delhi CM) হিসেবে বেছে নিতে পারে বিজেপি। তবে স্পষ্ট না হওয়া পর্যন্ত সবটাই জল্পনা। এখন কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই এখন দেখার অপেক্ষা।