নিউজ পোল ব্যুরো: টেলিভিশনের জনপ্রিয় মুখ তিয়াশা লেপচা এবং সোহেল দত্ত। এক সময়ের বন্ধুত্ব থেকে প্রেমে পরিণত হওয়া এই জুটির কাহিনী(Tiasha Lepcha-Sohel Dutta relationship) বেশ চর্চিত টলিপাড়ায়। তিয়াশা(Tiasha Lepcha) ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের জন্য এখনও মানুষের মনে রয়েছেন, যদিও বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘রোশনাই’ সিরিয়ালে। অন্যদিকে, সোহেল(Sohel Dutta) এক সময় শিশুশিল্পী হিসেবে পর্দায় উপস্থিত হলেও এখন জনপ্রিয় ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ২০২৩ সালে তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে এলে অনুরাগীদের মধ্যেও উৎসাহের কমতি ছিল না। কিন্তু কিছু মাস যেতে না যেতেই সম্পর্ক ভাঙনের(Relation break) ইঙ্গিত দিয়েছিলেন তিয়াশা। তবে, সম্পর্কের চির ধরলেও ভাঙা জায়গা মেরামত করতে বেশি সময় নেননি তাঁরা। প্রেম দিবসেই নতুন করে এক হলেন এই যুগল(Tiasha Lepcha-Sohel Dutta relationship)। এক সাক্ষাৎকারে তিয়াশা(Tiasha Lepcha) জানায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে আলাদা হতে বাধ্য হয়েছিলাম। কিন্তু পরে বুঝলাম ওর মতো কেউ আমার খেয়াল রাখতে পারবে না(Tiasha Lepcha-Sohel Dutta relationship)। সোহেলও বুঝেছে, আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারব না।”
সম্পর্ক ভাঙার(Relation Break) জন্য নিজেকেই দায়ী করেছেন তিয়াশা। তাঁর মতে, তাঁর একরোখা মনোভাবই মূল সমস্যার কারণ ছিল। “সোহেল সব সময় আমাকে সঠিক দিশা দেখানোর চেষ্টা করত। কিন্তু আমি নিজের ইচ্ছেমতো চলতে চাইতাম, যা আমাদের সম্পর্কের মধ্যে ফাঁটল ধরিয়েছিল। বিচ্ছেদের(Relation Break) পর বুঝেছি, সোহেলের কথাকে গুরুত্ব দেওয়া উচিত। ও কিছু বললে তা মানতে শিখেছি,” বলেন তিয়াশা। এমন কিছু মানুষের প্রভাবে তাঁরা বিবাদে জড়িয়েছিলেন, যারা আদপে তিয়াশার প্রকৃত বন্ধু নয় বলেই এখন তাঁর বিশ্বাস। তিয়াশা আরও বলেন, “এখন বুঝেছি, সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস আর বোঝাপড়ার প্রয়োজন(Tiasha Lepcha-Sohel Dutta relationship)।” বিয়ের প্রসঙ্গে আপাতত কোনো পরিকল্পনা নেই এই জুটির। সেই সিদ্ধান্ত তাঁরা পরিবারের ওপরেই ছেড়ে দিয়েছেন। নিজেদের সম্পর্ক উপভোগ করার মধ্যেই মনোযোগ রাখতে চান তাঁরা।