Indian Cricket Team: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখ থুবড়ে পড়বে ভারত?

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমে শুরু হয়েছে প্রতিযোগিতাটি। ভারত (Indian Cricket Team) নামবে বৃহস্পতিবার। দুবাইয়ে রোহিতদের প্রতিপক্ষ বাংলাদেশ। এদিকে যা পরিস্থিতি তাতে কিন্তু অভিযান শুরুর আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পারফরম্যান্স নিয়ে আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ Saqlain Mushtaq: ভারতের ওপর চূড়ান্ত ক্ষুব্ধ প্রাক্তন পাক বোলার, চান শিক্ষা দিতে

দুটি কারণে চলতি প্রতিযোগিতায় ভারতের মুখ থুবড়ে পড়ার প্রবল সম্ভবনা রয়েছে। এক, অবশ্যই ভারতের বোলিং বিভাগ। জশপ্রীত বুমরাহ্ (Jasprit Bumrah) না থাকায় ভারতের সম্ভাবনা ৩০ শতাংশ কমে গিয়েছে, এমন কথা এমনিতেই বলে আসছেন বেশ কিছু বিশেষজ্ঞ। গোদের ওপর বিষফোঁড়া হল মহম্মদ শামির (Mohammed Shami) তেমন একটা ছন্দে না থাকা। ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে দুটি একদিনের ম্যাচ খেললেও মাত্র ২ উইকেট পেয়েছেন তিনি।

তবে বোলিংয়ে সমস্যা যতই থাকুক ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয় তার নেপথ্যে চূড়ান্ত কারণ সেটি নাও হতে পারে। শামিকে নিয়ে চিন্তা থাকলেও তাঁর পাশাপাশি রয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh), হর্ষিত রানা (Harshit Rana) কিংবা কুলদীপ যাদব (Kuldeep Yadav) বা বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। এঁদের ওপর যে আস্থা রাখাই যায়, তা এঁরা বারবার প্রমাণ করেছেন অতীতে। বরং এই মুহূর্তে সাজঘরে যে অশান্ত পরিবেশের কথা শোনা যাচ্ছে, যদি তা সত্য হয়, তাহলে শুধুমাত্র সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যেতে পারে হট ফেভারিট ভারত (Indian Cricket Team)।

শোনা যাচ্ছে, কে এল রাহুল (KL Rahul) এবং ঋষভ পন্থকে (Rishabh Pant) কেন্দ্র করে দলের অন্দরে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম একাদশে রাহুলকে দেখতে চান তা তিনি আগেই জানিয়েছিলেন। কিন্তু শোনা যাচ্ছে তাতে ক্ষুব্ধ পন্থ। বাজে খেলে বাদ পড়তে তাঁর আপত্তি নেই। কিন্তু সুযোগ না দেওয়াটা নাকি কিছুতেই মেনে নিতে পারছেন না ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের উইকেটরক্ষক। কানাঘুষো খবর, এই বিষয়ে নাকি দলের অন্দরে মুখও খুলেছেন ঋষভ।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

অন্যদিকে শেষ মুহূর্তে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) বসিয়ে বরুণ চক্রবর্তীকে ১৫ জনের স্কোয়াডে সামিল করায় গম্ভীরের সঙ্গে নির্বাচক প্রধান অজিত আগরকারেরও বাকবিতণ্ডা হয়েছে বলে জানা গিয়েছে। সুতরাং, ভারতীয় দলের (Indian Cricket Team) পরিবেশ যে এখন রীতিমত উত্তপ্ত তা আর বলার অপেক্ষা রাখে না। যা মনে করিয়ে দিচ্ছে গ্রেগ চ্যাপেলের (Greg Chappell) আমলকে। যে আমলে ওয়েস্ট ইন্ডিজে ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল রাহুল দ্রাবিড়ের ভারত। আবার ফিরছে সেই আশঙ্কা।